নফস এর প্রলোবন

আল-হা সন্তুষ্টি আর নফসের তৃপ্তির মাঝে আল্লাহ সন্তুষ্টিকে বেছে নেওয়ায় নামই হচ্ছে তাকওয়া।

শরীরটায় ক্লান্তির ভার নিয়ে তুমি বাইরে থেকে ঘরে ফিরলে। বেডে শুয়ে পড়তেই যেন মনে হলো, এই মুহূর্তে বিশ্রামই একমাত্র প্রয়োজন। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল, আজান তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু সলাত এখনো আদায় করা হয়নি । নফস বলে: "তুমি ক্লান্ত, এই ক্লান্ত শরীরকে আর কষ্ট দিও না, রেস্ট নাও, ঘুমাও, এটাই তোমার বেশি প্রয়োজন ।" 

 

কিন্তু মস্তিষ্ক, যা আল্লাহর স্মরণে সদা সতর্ক, দৃঢ়ভাবে বলে: "না, তুমি আগে তোমার সলাত আদায় করে নাও । ফরজ দায়িত্ব পেছনে ফেলে রাখো না।"

 

এই অন্তর্দ্বন্দ্ব—নফসের প্রলোভন আর মস্তিষ্কের আহ্বান—তোমার ঈমানের প্রকৃত পরীক্ষা। তোমার শক্তি এখানেই প্রকাশ পায়, তোমার ইমানের দৃঢ়তায়।

 

শয়তানকে কষ্ট দিতে চাও? নফসকে বল, "মু'মিনরা সলাত আদায়ে(আল্লাহর সামনে দাঁড়াতে) কখনো ক্লান্ত হয়না।" ওই মুহুর্তেই অজু করে সলাতে দাঁড়িয়ে যাও । সলাতই তোমাকে দেবে প্রকৃত শান্তি, এটাই তোমার শ্রেষ্ঠ বিশ্রাম।


Bonolota

106 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!