অপরাজিতা

অপরাজিতার মুগ্ধতা ছড়িয়ে পড়ুক ফুল প্রেমিকদের মনে

লতানো ফুলগুলোর মধ্যে অপরাজিতার সৌন্দর্য মুগ্ধ করার মতো । এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি অপরাজিতা উদ্ভিদের ঔষধি গুণে পরিপূর্ণ । অপরাজিতা ফুল আমরা সাধারণত দুই রংয়ের দেখে থাকি ।সাদা অপরাজিতা আর নীল অপরাজিতা । এই ফুল চোখের অনেক সমস্যার চিকিৎসায় এবং দৃষ্টিশক্তি বাড়াতে খুবই সহায়ক।

 

অপরাজিতা ফুল বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় প্রধান উপাদান হিসেবেও ব্যবহার হয় । অনেকে অপরাজিতা ফুলের চা ও খেয়ে থাকেন । এই ফুলের চা খেলে কোলেস্টেরল কমে যায়। যা ডায়বেটিস রোগীর জন্য খুব উপকারী । এ ছাড়া হতাশা বা মানসিক অবসাদ, অ্যাজমা, ক্যানসার প্রতিরোধের পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং লিভার সুরক্ষায় নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন এই পানীয়কে।

 

ছাদবাগান কিংবা বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছ লাগাতে পারেন । খুব বেশি যত্ন না নিলেও এই লতানো গাছটি দ্রুত বেড়ে ওঠে । সবুজ পাতার ফাঁকে যখন ফুল ফোটে দেখতে দারুন লাগে । এই ফুল বছরের অধিকাংশ সময় ফুটলেও শীতকালে কম ফোটে ।


Hoimonti Shukla

137 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!