#প্রিয় আমার বাবা

বাবা নামের দায়িত্ব টা অনেক গভীর
বাবাদের ভালোবাসার গভীরতা গুলো কাজের চাপে ধুলিয়ে মিশেথাকে,,,তাই অনেক অবুঝ ছেল

বাবা-কেমন আছো তুমি দূর অজানায় আমাকে এখানে একা ফেলে,,,আমাকে কি তুমি ভূলে গেছো,,,মনে আছে তোমার আমাকে একটু না দেখলে তুমি অস্থির হয়ে যেতে,,আজ কতগুলো মাস দিন পার হয়ে গেলো  তুমি আমাকে দেখছো না,,তাহলে আজ কেমন আছো তুমি,,,বাবা হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেলো তুমি বলতে মা হাত দেস না কেটে যাবে,,তুমি আলতো করে নিচ থেকে কাঁচের গ্লাস গুলো কুড়িয়ে নিতে,,,,এখন তো আমার হাত থেকে কতশত কাচঁ ভেঙে পড়ে কই তুমি তো আসো না কাঁচের টুকরো গুলো তুলতে,,,এখন তো বলতে পারি না বাবা আজ তুমি রান্না করো আম্মুর হাতের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না,, এখন বলতে পারি না বাবা সিঙ্গারা বানিয়ে দেও গরন গরম খাবো,,,,নিজে না খেয়ে সব সময় কোন ভালো তা বেছে আমার প্লেটে দিতে,, এসব আদর গুলো যে খুব মিস করি বাবা,,,কত গুলো দিন হয়ে গেলো আব্বু বলে কাউকে ডাক দিতে পারি না,,কেন হারিয়ে গেলো আর কিছু দিন থাকতে পারতে,,ঈদের দিনে এখন আর কেউ চকচকে নোট দেয় না,,কেউ বলে না বাবা সব সময় হাসিখুশি থাকবি তোর মন খারাপ দেখলে আমার ভালো লাগে না,,কতশত অভিমান করেছি রাগ করেছি তবুও তুমি পাশে এসে আলতো করে হাত বুলিয়ে আদর করতে আর বলতে এতো কেনো রাগ করি,,,আমার মনের কোনে জমে থাকা আকুল বেদনা গুলো কি তুমি অনুভব করতে পারো,, তোমাকে হারানোর বেদনা আর তোমাকে নিয়ে এম্বুলেন্সে নিয়ে ছুটা এখন কোনো এম্বুলেন্সের গাড়ি দেখলেই মন কেঁপে ওঠে কার জেনো স্বজন হারানোর সময় ঘনিয়ে এলো,,

ভালো থেকে আব্বু তুমি আল্লাহ তোমাকে বেহেশত নসীব  করুক আমিন আমিন সুম্মা আমিন

রাব্বির হাম্মুমা কামা রব্বায়ানি সগিরা,,

পৃথিবীর সকল বাবা -মা কে ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ।


Akhi Akter Mim

313 مدونة المشاركات

التعليقات