স্বাধীন বাংলাদেশ

বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি বলে পরিচিত।কিন্তু গুটা বাংলাদেশে কতজন মানুষ মাছ দুটো মুটো ভাত পেট ভরে খাচ্

আমার সোনার বাংলা বলে আমরা বলে থাকি তোমায় ভালোবাসি,,আমরা আদো কি ভালোবাসতে পেরেছি,,,রাস্তা ঘাটে দূর্নীতি,,, অলিগলিতে ধর্ষন,যেখানে ৫/৬ বছরের বাচ্চারা বাদ যায় না,,কোথায় আজ মাদ্রসা মসজিদ ওখানে আজ ধর্ষিত হচ্ছে মানুষ,,এ কেমন বাংলাদেশ, এ দেশ বুঝি তোমার আমার?দেশের সম্পদ যাচ্ছে কোথায়? আজ টাকার মূল্য নেই কেনো,,,, দাদা নানাদের বাবার আমলের গল্প শুনলে মন প্রান জুড়িয়ে যায়,,,,১ পয়সা আটানা কত বাহারি নাম আজ কোথায় গেলো পুরনো দিনের নামি-দামি টাকার মান,,, এ বুঝি আমাদের গর্ব করা সোনার বাংলাদেশ,,, যেখানে আজ শ্রমিক কৃষক পাচ্ছে না তাদের ন্যা্য্য মূল্য,, কেমন দেশে আছি মা গো মুখ খুললে আয়নাঘর,,

বাংলা আমার অহংকার পারছে না তো বলতে আর,,,যুদ্ধ করে যারা শহীদ হয়ে তারা যদি আজ থাকতো বেঁচে লজ্জয় যেতো তাদের মাথা কেটে,,, এতো রক্ত আর কষ্টের বিনিময়ে স্বাধীন করলো যে দেশ কোথায় আজ কেমন আছে তাদের সেই সোনার বাংলাদেশ। 


Akhi Akter Mim

313 Blog posts

Comments

📲 Download our app for a better experience!