Kolla på
evenemang
Blogg
Marknadsföra
Sidor
Mer
নবীজির (সা.)-এর কান্নার আওয়াজ
মহানবী (সা.) দোয়া করলে মহান আল্লাহ তাঁর যাবতীয় চাওয়া-পাওয়া পূরণ করে দিতেন। তবু তিনি কাঁদতেন। তিনি প্রশংসিত মর্যাদার স্থানে অধিষ্ঠিত, তবু তিনি কাঁদতেন। জান্নাত তাঁর নাগালেই, তবু তিনি কাঁদতেন। কিন্তু সে কান্না ছিল আল্লাহপ্রেমে কান্না। রাসুলুল্লাহ (সা.) তাঁর রবের সঙ্গে কথোপকথনের সময় ও কোরআন তিলাওয়াত শ্রবণের সময় কাঁদতেন! তাঁর কান্নার কারণ কী ছিল? তাঁর কান্না ছিল আল্লাহর মহত্ব সম্পর্কে গভীর জ্ঞান ও তাঁর প্রতি ভীতি থাকার কারণে। আবু আবদুল্লাহ মুতরাফ বিন আশ শিখখির (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে গেলাম, সে সময় তিনি নামাজে ছিলেন, পাতিলে পানি গরম করলে যে শব্দ হয় তাঁর ভেতর থেকে সে রকম কান্নার আওয়াজ আসছিল। (আবু দাউদ, হাদিস : ৯০৪) আবদুল্লাহ বিন মাসউদ (রা.) বলেন, একবার রাসুল (সা.) আমাকে বলেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনার ওপর কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনাকে তা পড়ে শোনাব? তিনি বলেন, আমি অন্যের মুখে শুনতে পছন্দ করি।
26 Blogg inlägg
Ladda mer
Du är på väg att köpa varorna, vill du fortsätta?