#রাজকুমার Vs কার্টুন

এক রাজকুমার আর এক কার্টুনের কিছু কথপোকথন তুলে ধরবো। নানান রকমের মানুষের মাঝে কিছু কিছু মানুষ বন্ধু হয়ে থাকে আ?

এক দুষ্ট ছেলে আর এক মিষ্টি মেয়ের গল্প।

 

তাদের পরিচয় ও যোগাযোগের অন্যতম মাধ্যম হলো আমাদের বর্তমান সমাজের ফেসবুক,

ফেসবুকে কথা বলার মাঝে তাদের বন্ধুত্ব হয়ে যায়।বন্ধুত্ব বলার কারন তারা দুজন দুজনের Best Friend হয়ে যায়,ছেলেটি ছিলো অনেকটা রাগী স্বভাবের আর মেয়েটিও নাকি রাগী ছিলো কিন্তু ছেলেটির কাছে কখনো রাগ প্রকাশ করতো না।কারন দু তরফ এক সাথে রাগ করলে সেখানে কোনো সম্পর্কই টিকে না।

তবে তাদের বন্ধুত্ব ছিলো খুবই পবিত্র। ছেলেটি দুষ্ট ছিলো বলে মেয়েটি তাকে রাজকুমার বলে ডাকতো আর মেয়েটির গলার ভয়েজ ছোট বাচ্চার মত তাই রাজকুমার তাকে কার্টুন বলে সমর্থন করে।এভাবেই রাজকুমার আর কার্টুনের বন্ধুত্বর কথাকপোন চলতে ছিলো সাথে রাগ অভিমান ঝগড়া মিলিয়ে এক অন্য রকম বন্ধুত্বময় সম্পর্ক। মাঝেমধ্যে কার্টুন রাজকুমার কে পাগল বলেও সমর্থন করতো,,,,কার্টুনের আরো কিছু বন্ধু ছিলো রাজকুমার তাদের নাম বুড়িমা টমেটু আর আন্টি দিয়ে ছিলো,,,রাজকুমার টমেটুর সাথে মাঝেমধ্যে কথা বলত,,মাঝে মাঝে যখন কার্টুনের সাথে রাগারাগি হত তখন রাজকুমার টমেটোকে সরন করত কার্টুনের কথা জানতে চাইতো।এভাবেই চলতে ছিলো তাদের দরকষাকষি বন্ধুত্ব,, 

এর মাঝে কার্টুন জানতে পারে রাজকুমারের এক সত্যি কারের ভালোবাসা আছে,,তখন তাকে ও নামক করন করে রাজকুমারী নাম বিনিময় করে।

এদিকে কার্টুন ও একটু একটু রাজকুমারকে পছন্দ করতে শুরু করে এ কথাটা সে তার মাঝেই পোষে রাখত কখনো প্রকাশ করতো না কারন রাজের তো রাজকুমারি আছে যদি জানাজানি হলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়,এভাবেই সব ঠিকঠাক চলতে থাকলো ঝগড়া মান অভিমান ভালো লাগা নিয়ে,

কিন্তু হঠাৎ ঘনিয়ে এলো কাল মেঘ যা নিমিষেই সব তছনছ করে দিলো রাজকুমার Vs কার্টুনের বন্ধুত্বোর গল্প।

 

*রাজকুমার=হাই কার্টুন কেমন আছো?

*কার্টুন=হুমম হাই আলহামদুলিল্লাহ ভালো?কি করো,,

*রাজকুমার =পাগলামি

*কার্টুন=তাই,,

*রাজকুমার=হুমম কেনো তোমার সন্দেহ আছে?

*কার্টুন=না"পাগলের কাজ আর কি হবে পাগলমি ছাড়া?

ছেলেটি মনে মনে ভাবলো আজ কার্টুনকে মজা দেখাবো?

*রাজকুমার =পাগলর কাজই তো পাগলামি করা তুমি তো ভালোই জানো। তোমার সাথে খুব Important কথ আছে আমার,,

 *কার্টুন=কি কথা পাগলমি মাখা কথা হিহিহি,,, সূর্য আজ কোন দিকে ওঠেছে বলো তো?

*রাজকুমার =আমি তো সব সময় পাগলামি করবো আমি তো পাগলই;

*কার্টুন=তাই

রাজকুমার কিছুক্ষণ চুপ করে রইলো কারন সে জানে কার্টুন তাকে সরি বলবে,

*কার্টুন= সরি বাবা সরি এখন তো কথা বলো,

*রাজকুমার =আমি তোমার ছোট বোনের সাথে প্রেম করবো।

*কার্টুন=তাই?

*রাজকুমার =হুমম তাই

*কার্টুন=আচ্ছা সমস্যা নাই।

*রাজকুমার =সত্যিই কিন্তু বলতেছি, 

*কার্টুন=আমি কিছু জানি না?

*রাজকুমার =হা হা হা।মজা করলাম তুমি কি ভাবছিলা?সত্যি  হা হা হা,,

*কার্টুন= আমি জানতাম তুমি দুষ্টমি করতেছো, তোমার কাজই তো এটা ?

এবার রাজকুমার মনে মনে ভাবলো বড় ধরনের একটা মজা করা যাক কার্টুনের সাথে;;;

*রাজকুমার =কার্টুন তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই।

*কার্টুন= কি কথা বলো?

*রাজকুমার =আমি আর বেশিদিন বাঁচবো না-

*কার্টুন=এরকম দুষ্টুমি কিন্তু ভালো লাগে না আমার।

*রাজকুমার =সত্যি বলছি আমি,

*কার্টুন=আচ্ছা বলেন কি হয়ছে আপনার, 

*রাজকুমার =অনেক কিছু,

*কার্টুন=দেখো মজা কইরো না আমার কিন্তু রাগ উঠতাছে?

*রাজকুমার = তো? আমি কি করবো,জন্মালে তো মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে এটাই স্বাভাবিক প্রকৃতির নিয়ম।

*কার্টুন= দুষ্টুমি কইরো না রাজ

*রাজকুমার =সত্যি আমার হাতে কিছু নেই।

*কার্টুন= আমি সব সময় তোমাী পাশে আছি নিজেকে কখনো একা ভেবো না,,নিজেকে শক্ত রাখো।

*রাজকুমার =এজন্য আমি কাউকে কিছু বলি না সবাই দয়া দেখায় সহানুভূতি দেখায় তাই আমার রোগের বিষয় টা আমার পরিবার ছাড়া কেউই জানে না।আজ তোমাকে বললাম তুমি সহানুভূতি দেখালে,,

*কার্টুন=আমি কোনো সহানুভূতি দেখায়নি তুমি আমার বন্ধু আমার জটিল কিছু হলে তুমি কি পাশে থাকতে না??আর দেখো এসব আর ভালো লাগতাছে না আমার।

*রাজকুমার =কি করবো বলো;;আজ বড্ড বেশি মনে পড়ছে তোমাকে,,,বন্ধু হিসাবে অনেক কষ্ট দিয়েছি তোমাকে পারলে ক্ষমা করে দিও।আজকের পর আর তোমার সাথে কথা হবে না।ভালো থেকে তুমি কার্টুন।

*কার্টুন=কেনো?

*রাজকুমার =আমার মানুষের সহানুভূতি চাই না তাই"

*কার্টুন=আবার শুরু করলা।

এ নিয়ে ওদের দুজনের মাঝে অনেকক্ষণ কথা কাটাকাটি আর একটু ঝগড়া হলো।

একটু পর হঠাৎ করে ধুম করে কার্টুন By বলে দিলো আর বললো ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন হঠাৎ করে তুমি থেকে আপন রাজকুমার কিছুটা অবাক হলো কারন কার্টুন কখনো By বলতো না,,তবুও একবার রাজকুমার বললো না কার্টুন এটা দুষ্টুমি মজা ছিলো।এটা তার পাগলামির একটা অংশ বিশেষ মাত্র ;;

ঠিক পরের দিন রাজকুমার ফোনে কার্টুনের একটা মেসেজ আছে রাগ করে রাজকুমার মেসেজটি দেখলো না। তার মনে যে সে রাগ পাড়ি দিয়েছে,একটু পর আবার ও কার্টুনের আরো একটি মেসে আসলো এবারো রাজকুমার একই কাজ করলো রাগের জন্য দেখলো না কার্টুন কি মেসেজ করেছে। ঘন্টা খানিক পরে রাজকুমারের ফোনে একটা কল এলো কলের নাম্বার টা সেই টমেটোর রাজকুমার কলটা রিসিভ করলো কলের ওপাশ থেকে কান্নারত একটা আওয়াজ আসলো।কান্নারত সুরে টমেটো বলে উঠল কার্টুন আর নেই সে চলে গেছে আমাদের ছেড়ে না ফেরার দেশে।

এ কথাটা শুনবার মাত্রই রাজকুমারের মাথায় মনে হলো পুরো আকাশ ভেঙ্গে পড়লো সে কোনো কুল কিনারে পাচ্ছে না। সে হন্তদন্ত হয়ে ফোন হাতে নিয়ে মেসেজ চেক করতে লাগলো

*কার্টুন=ভালো থেকে রাজকুমার সব সময় নিজের ভাবনায় থেকো কার্টুন কে ভুলে গিয়ে রাজকুমারীর সাথে সুখে সংসার করো;;আমার একটা অনুরোধ রাখবে আামকে একবার কার্টুন বলবে?

দ্বিতীয় মেসেজ

*কার্টুন=অনেক ইচ্ছে হচ্ছিলো তোমার মুখে কার্টুন ডাক শুনবার তা তো আর হলো না,,ভালো থেকো তোমার শুভকামনাকারী কার্টুন।

সামান্য মিথ্যা দিয়ে তৈরি দুষ্টুমির জন্য একটা প্রান হারিয়ে গেলো। 

আমরা এমন কোনো মিথ্যা  দিয়ে তৈরি দুষ্টুমি করবো না যাতে করে সুন্দর সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়।

 

 

#কার্টুন Vs রাজকুমার 

 

 

 


Akhi Akter Mim

313 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!