#টাকা

#টাকায় নাকি বাঘের চোখ মিলে দাদী নানীদের মুুখে শুনেছি।

বর্তমান দুনিয়াতে মানুষ টাকার মাঝে হামাগুড়ি দিতে ব্যস্ত।

টাকা মানেই সুখ বিলাসিতা খোজে বেড়ায়

আমাদের বর্তমান বাংলাদেশে টাকার মূল্য খুবই কম।

দিন যাচ্ছে আর টাকার মূল্য কমছে।

বাংলাদেশে ১০০০ টাকার নোট ছাপানো হয়।

দুই হাজার আট সালে(২০০৮)

আর ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্নের দাম ছিলো ২৬০০০ টাকা( প্রায়)।

অর্থাৎ,,২০০৮ সালে আপনি ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে পেতেন ১ ভরী স্বর্ণ।

বর্তমান ২০২৪ সালে?

২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লক্ষ ২৮ হাজার (প্রায়)।তাহলে এখন বর্তমানে এসে ১২৮ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ কিনতে হয়।

তাহলে ভাবুন বর্তমান  ১০০০ টাকার মানই কত?

২৬০০০/২৬=১০০০

২৬০০০/১২৮=২০৩.১৩

আর এই টাকার পিছনে কতশত ঘাম দিতে হচ্ছে সাধারণ শ্রমিকদোর।

টাকার জন্য মানুষ আজ চোর ডাকাত,রাহাজানি, ছিনতায়,,বেইমানি,,স্বার্থপরতার মত কত নিক্রিষ্ট শব্দে জড়িয়ে যাচ্ছে,, টাকার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে,,, 

টাকার জন্য হাজারো মেয়ে পতিতলয়ে যাচ্ছে আবার এই টাকার জন্য হাজারো ছেলে পতিতালয়ে গিয় চাহিদা মিটাটছে,

সামান্য কাগজের নোটের কাছে পৃথিবী নিতিয়ে যাচ্ছে,, 

মা-বাবা ছেলের ইনকামের টাকা নিয়ে ছেলে কে চিনে না।আবার ছেলে মেয়ে বাবা-মায়ের টাকা সম্পদ নিয়ে বাবা -মাকে চিনে না।

হাজারো অসহায় দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না,,টাকার অভাবে খাবার কিনতে পারে না।

রাস্তা মানুষের কাছে হাত পাততে হয়।

আচ্ছা ধনীর দুলালি দুলাল রা কি রাস্তায় হাত পাতে.না হাত পাতে তো নিম্ন মধ্য মানুষেররা।

টাকার অভাবে কত সংসার ধুলিয়ে মিশে গেছে।

টাকার জন্য হাজারো মেয়ে রাস্তায় নেমে কাজ করছে।

টাকা কে আমরা এতো টাই প্রাধান্য দেয়। যে নিজের জীবন ও বাজি রাখা হয় টাকার আছে।

আল্লাহ তা'আলা সবাইকে টাকার পিছনে না ছুটে ঈমানের রাস্তায় ছুটার তৌফিক দান করুন,

 

 

 

 


Akhi Akter Mim

313 Blog Postagens

Comentários