Mirar
Eventos
Blog
Mercado
Páginas
Más información
সাধারণত ফলের জন্যই এই ডালিম বিখ্যাত।
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কয়না কেন বউ? যদিও কবি বলেছিল ডালিম গাছে মৌ, কিন্তু এত ছোট গাছে মৌমাছি কিভাবে চাক বাধবে সেইটা এখনো চিন্তার বিষয়। ডালিমের ভেতরে দেখতে মৌমাছির চাকের মতন সাজানো। হয়তো এইটা দেখেই কবি মৌচাকের সাথে ডালিমকে মিশিয়ে ছোটদের জন্য কবিতাটি লিখেছিল। অথবা মৌমাছি ডালিম ফুলের মধু সংগ্রহ করতে এসেছিলো, সেইটাও একটা কারন হতে পারে। ডালিমের বৈজ্ঞানিক নামঃ punica granatum পরিবারঃ Lythraceae ডালিম উষ্ণমণ্ডলের একটি অতি প্রিয় ফল৷ বাগান আকারে এর চাষের প্রমাণ না থাকলেও প্রায় বাড়িতেই এর গাছ দেখা যায়৷ শোভাবর্ধনের জন্যও অনেকে ডালিম গাছ লাগিয়ে থাকেন৷ ডালিমের ফলের তুলনায় এর খাওয়ার যোগ্য অংশ খুবই কম৷ আযুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও এর ব্যবহার সর্বজনস্বীকৃত৷ উদ্ভিদতত্ত্ব ডালিম গাছ ছোট লিকলিকে, উচ্চতা ৩-৫ মিটার৷ পাতা চিকন ও দীর্ঘ৷ ফুল লাল বর্ণের, কোন কোন গাছে শুধু পুংপুষ্প দেখা যায়৷ আবার কোন কোন গাছে পুং ও স্ত্রী উভয় প্রকার ফুল দেখা যায়৷ ফল বেরী প্রকৃতির ও প্রায় গোলাকার৷ ডালিম গাছ পত্রপতনশীল বা চিরহরিত্ হতে দেখা যায়৷ বাংলাদেশে ডালিমের জাত প্রকরণ নিয়ে কোন কাজ হয়নি৷ এর কোন উন্নত জাতও বাংলাদেশে নাই৷ পৃথিবীর উল্লেখযোগ্য জাতের মধ্যে স্প্যানিশ রুবি, পেপার সেল, ওয়ান্ডারফুল, মাসকেট রেড প্রভৃতির নাম উল্লেখযোগ্য৷
54 Blog Mensajes
Cargar más
Está a punto de comprar los artículos, ¿desea continuar?