এই নিয়োগগুলোর পেছনে কারা

এই নিয়োগগুলোর পেছনে কারা কাজ করছে তাদের খুঁজে বের করা জরুরি। স্বয়ং ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দেওয়া আওয়ামী দালা

এই নিয়োগগুলোর পেছনে কারা কাজ করছে তাদের খুঁজে বের করা জরুরি। স্বয়ং ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দেওয়া আওয়ামী দালাল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের  সাবেক উপাচার্য কৃষিবিদ গৌতম বুদ্ধ দাসকে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম এর ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

২০২৩ সালে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা স্থগিত করার জন্য হাসিনার কাছে আহ্বান জানিয়েছিল বিশ্বের কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি। এ ঘটনায় তখন বাংলাদেশের এই ২০১ জন আওয়ামী দালাল প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিল। যে তালিকার ৮ নম্বর ব্যক্তি হলো গৌতম বুদ্ধ দাস। সেখানে তার স্বাক্ষরও ছিল।

আমরা অতিসত্ত্বর এই আওয়ামী দালালের নিয়োগ বাতিলের আহবান জানাচ্ছি। একইসাথে এই নিয়োগ প্রক্রিয়ার পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করে তাদেরকে উল্লেখিত জায়গা থেকে সরানোর দাবি জানাচ্ছি।


Rubel Khan

44 블로그 게시물

코멘트

📲 Download our app for a better experience!