মেয়ে

একটা মেয়েই পারে সব কিছুতে মানিয়ে নিতে।
বাবার বাড়ির জেদি মেয়েটিও শুশুর বাড়ি গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে শিখে যায়?

বাস্তবতা আজ কোথায়? 

 

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি

 

বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।

 

হটাৎ

 

তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে

 

জোরে কান্না করতে লাগলো।

 

বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই

 

ঘুম ভেঙ্গে গেলো।

 

,,

 

স্বামী বললেন,

 

ওকে একটু থামাও.....!

 

আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে

 

নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।

 

 

 

কিছুক্ষন পর ,

 

বাচ্চাটির বাবা বিছানা থেকে

 

উঠে ঘর থেকে

 

বের হয়ে গেলেন।

 

 

 

কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে

 

ফিরে এলেন

 

আর

 

বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস

 

করলেন,

 

কোথায় গেছিলে ?

 

 

 

তিনি বললেন ,

 

 

 

মায়ের কবরটা দেখতে

 

গিয়েছিলাম।

 

 

 

বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,

 

 

 

এত রাতে কেন ?

 

 

 

সে উত্তর দিল ,

 

আমাদের বাচ্চাটি যখন

 

কাঁদতেছিলো

 

তখন আমার খুব বিরক্ত লাগছিল।

 

 

 

কিন্তূ

 

তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে

 

করতে

 

হাটতেছ।

 

কারন,

 

তুমি তার মা।

 

 

 

তখনি মনে পরে গেলো।

 

হয়তো , আমি যখন ছোট ছিলাম

 

তখন

 

আমার মা ও আমাকে এভাবেই যত্ন

 

করেছিলেন।

 

 

 

তাই মাকে দেখতে গেছিলাম।

 

 

 

আজ আমি মায়ের যত্নে এত বড়

 

হয়েছি। কিন্তু

 

জানি না মা আমার সেখানে

 

কতটুকু যত্নে

 

আছেন।

 

 


Abdul Aziz

33 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!