এক তুষারাচ্ছন্ন স্বপ্ন

একটি তুষারময় পরিবেশ, স্কেটিং ও আমার ভাবনা

শীতপ্রধান দেশের ছোট্ট একটা গ্রাম । আমি, বাবা, মা এবং আমার পরিবার। চারিদিকে তুষার জমে আছে । বরফ - সাদা , শুভ্র । ছোট্ট একটা লেক বাড়ির পাশে। অনেকগুলো ন্যাড়া গাছ, পাতাবিহীন, শুধু ডালপালা আছে। গাছগুলো একসারি দিয়ে লেকের পাশে দাঁড়ানো। লেকের পানি জমে বরফ হয়ে আছে। এমনই এক তুষার পড়া শীতের সকালে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ফায়ারপ্লেসে আগুন জলতেছে। মনের ভিতর একটা শান্তি শান্তি লাগতেছে। বুক ভরে একটা বড় করে নিশাঃস নিলাম। তারপর ঠিক করলাম বরফে স্কেটিং করবো। যেই ভাবা সেই কাজ। স্কেটিং সুজ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে বের হলাম । ওহ, কি মধুর, স্মৃতি, কি রোমাঞ্চ। আমার মত আরো অনেকে আসছে বরফ জমা এই লেকের ওপর স্কেটিং করতে । তাদের সাথে একসাথে স্কেটিং করছি। কত মজা করছি। সত্যিই আমি অনেক ভাগ্যবান। আমার খুব ভালো লাগছে।


Adeel Hossain

242 블로그 게시물

코멘트