বাংলাদেশের স্বাধীনতা

স্বাধীনতা ও আমার ভাবনা

আমরা বাংলাদেশিরা মোট তিনবার  স্বাধীন হয়েছি। 
প্রথমবার ১৯৪৭ এ ব্রিটিশ দের কাছ থেকে  স্বাধীন,
দিতীয়বার ১৯৭১ পাকিস্তানিদের কাছ থেকে  স্বাধীন, 
তৃতীয়বার ২০২৪ এ সৈরাচারী সরকারের কাছ থেকে  স্বাধীন।
তার মানে আমরা যারা ১৯৯৭ এর পরে জন্ম গ্রহণ করেছি তাদের দাদা, বাবা আবার নিজেও দেশ  স্বাধীন করেছি। কি অদ্ভূত, তাই না??


Adeel Hossain

242 블로그 게시물

코멘트