Misti ?

আমার বানানো মিষ্টি খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা শিখতে চাইলে নিচে লেখাটা সম্পূর্ণ পড়ুন।

তো ফাস্টে নিয়েছি গুড়া দুধ দু টেবিল চামচ তারপর দু টেবিল চামচ ঘি তারপরে একটা ডিম দিয়ে ড্র তৈরি করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়েছি! তারপর চুলাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেড়েচেড়ে দুধ দিয়েছি তারপর আবার স্বাদমতো চিনি দিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো এভাবেই আমি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে!!


Md Ridoy Ridoy

2 בלוג פוסטים

הערות