নীলাঃ বাদর,, হারামি,, ছাগলের তিন নম্বর

আমিঃ হা হা হা,,

নীলাঃ হাসতে লজ্জা লাগে না তোর,,??

আমিঃ হাসতে আবার লজ্জাও লাগে,, আগে জানতাম না তো,,

নীলাঃ মা??

একথা বলে নীলা মুখ ভেঙচি কেটে ক্লাসের দিকে চলে গেলো,, আমি হাসতে হাসতে উল্টো দিকে রওনা হলাম,,।

 

ও হ্যা,, আগে আসনে পরিচিত হয়ে নিই,, আমি হলাম ওবায়দুল ইসলাম,, বাবা মায়ের দ্বিতীয় সন্তান,, তবুও খুব আদরের,,।

 

মানে আমার একটা বড় আপু আছে,, কয়েক মাস হলো বিয়ে দিয়েছি,, আপুর বিয়েটা খুব ভালো ঘরে হয়ছে,, আমার দোলাভাই অনেক ভালো,,।

 

আমি এবার নিউ টেন এ পড়ি,, আমার আব্বু রিক্সা চালায়,, আর আম্মু বাসার কাজ করে,, এই নিয়ে আমার দিন মোটামুটি পার হয়ে যায়,,।

 

আর একটু আগে যার সাথে ঝগড়া করলাম,, ও হচ্ছে আমার আত্মার আত্মা,, নাম নীলা,, ক্লাস ফাইভ থেকে আমরা এক সঙ্গে পড়ছি,,।

 

স্কুলের বেশির ভাগ সময় আমরা ঝগড়ায় মেতে থাকি,, ঝগড়া না করলে আমাদের দিন কাটে না,, আজকে বেশি কিছু করি নাই,, শুধু মাথায় একটা টালা মারছি,,।

 

ভালোবাসি নাকি বন্ধুত্ব সেটা জানি না,, তবে ওর প্রতি আমার অনেক দুর্বলতা,, একদিন কথা না বললে ভালোই লাগে না,,।

 

আমি নিজেই এখন খুব কনফিউজড হয়ে আছি,, ও আমার আসলে কে হয়,,?? এটা নিয়েই আমার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে,,।

 

তো যায়হোক আমি এসে একটা টেবিলে বসে পড়লাম,, মানে আমাদের স্কুলটা আবার নতুন করে করছে,, নতুন বিল্ডিং হচ্ছে,, সেখানে বেঞ্জ রাখা আছে,,।

 

আমি ওখানেই বসে পড়লাম,, নীলাকে নিয়ে ভাবছি,, তখন পাশ থেকেই নীলার কন্ঠ ভেসে৷ আসলো,, আমি তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে,,।

 

নীলাঃ ওই ওবায়দুল,,

 

আমিঃ হ্যা,, বল,,

 

নীলাঃ এদিক আয়,,

 

আমিঃ তুই আয়,,

 

নীলাঃ আসতে বলছি আসবি,,

 

আমিঃ যাচ্ছি,,

 

আমি আর কিছু না বলে বসা থেকে দাঁড়িয়ে নীলার দিকে হাটতে লাগলাম,, নীলার মোড দেখছি আজ খুব ভালো,, ঘটনা কি,,।


MD SOHAG KHAN

107 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!