বিকৃত মস্তিষ্ক

নষ্ট সমাজে কিছু হায়েনার বলি হলো একটি জীবন

হসপিটাল ওয়ার্ডে স্যাররা যখন পড়াতেন তখন প্রায়ই একটা কথা বলতেন- "মানুষ যদি বডির ২-৩ জায়গায় ব্যথা পায় তখন যেখানে সবচেয়ে বেশি ব্যথা থাকে সেটাই সে বেশি ফিল করবে, অন্য জায়গার ব্যথা তখন গায়ে লাগে না।"

এটাই এখন ভাবতে ইচ্ছা করে যে মেয়েটা কোন ব্যথায় বেশি কাতরাচ্ছিল -

১. Pelvic Bone fracture এর পেইন

২. Hyoid bone fracture এর পেইন

৩. Clavicle fracture এর পেইন

৪. ২০ বার রেপ হওয়ার পেইন

৫. Smothering

৬. Gagging

৭. Scratching

আর কি কি হইসে আমার আইডিয়া নাই... কোন পেইন এর জন্য মেয়েটার চোখ দিয়ে রক্ত পরতেসিল... পানি না কিন্তু!!! চোখ দিয়ে পানি পরার কষ্ট মানুষ সহ্য করতে পারেনা, মেয়েটা চোখ দিয়ে রক্ত পরার কষ্ট নিয়েই মারা গেলো!!

মানুষ আর কবে সভ্য হবে?

একটা মেয়ের শরীরের উপর ১৫-১৮ জন পুরুষের পৈশাচিকভাবে সংঘবদ্ধ আক্রমণ! পুরো শরীরে ১০০ এর উপরে কামড়ের দাগ! ১৫০ গ্রাম সিমেন! এত বেশী শক্তি দিয়ে গলা চেপে ধরে হয়েছে যে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসছে! কল্পনা করা যায়!!

ঘটনাটি ভারতের, কি জঘন্য, কি ভয়ংকর!


Adeel Hossain

242 블로그 게시물

코멘트