বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। ১৮৮৫ সালে ভিরতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পরে এবং ১৯০৫। সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ববাংলা অঞ্চল পঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একএীত করে দেওয়া হয়
Polok1559
22 블로그 게시물