এই ঐতিহাসিক নির্দেশনটি ৭৮১ - ৮২১ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের

শাসনামলে নির্মিত হয় পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অবস্থিত এখানে ২৪ মিটার উচ্চ গড়ও

এই ঐতিহাসিক নির্দেশনটি ৭৮১ - ৮২১ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয় পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অবস্থিত এখানে ২৪ মিটার উচ্চ গড়ও রয়েছে এটি সম্পূর্ণ মহাবিহার নামেও পরিচিত এই চমৎকার বদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি ভিক্ষুকক্ষ আছে এছাড়া এখানে মন্দির রান্নাঘর খাবার ঘর এবং পাকা নর্দমা আছে এখানে পাওয়া গেছে জীব বস্তু মূর্তি ও টেরাকোটা অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত এই বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেও নির্দেশন পাওয়া গেছে এইখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশন পাওয়া গেছে এইখানকার অন্যান্য নির্দেশনের মধ্যে রয়েছে জীব বস্তু অঙ্কিত পোড়ামাটির ফকল যেমন বেজের সঙ্গে যুদ্ধর গোখরা সাপ আগুযান হাতি ইত্যাদি এখানকার জাদুঘরের বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নির্দিষ্ট আছে পাহাড়পুর ও ময়নামতি মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা জোড়ায় আলোচনা করো স্থানটি দেখতে চাওয়ার কারণ গুলো কি কি কিভাবে তোমরা পরিবারের সদস্যাদের এই স্থানটিতে যেতে রাজি করবে


Polok1559

22 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!