বাংলাদেশের অর্থনীতিতে বিহৎশিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ

ভূমিকা রয়েছে বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল রুমি মানে পণ্য উৎপন্ন হয় এবার কিছু কিছু কারখানা রয়েছে য

বাংলাদেশের অর্থনীতিতে বিহৎশিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল রুমি মানে পণ্য উৎপন্ন হয় এবার কিছু কিছু কারখানা রয়েছে যেমন স্বল্প পরিমাণে স্থানীয় ভাবে উৎপন্ন হয় হয় বাংলাদেশের যে সকল বিদ্রোহ শিল্প রয়েছে তার মধ্যে সার সিমেন্ট ওষুধ কাগজ চিনি ইত্যাদি উল্লেখযোগ্য বাংলাদেশের ঘোড়াশাল আশংগঞ্জ চট্টগ্রাম তারা কাদরী প্রগতি স্থানে সার কারখানা আছে তো বিদেশ থেকে বাঁশের সার আমদানি করতে হয় আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয় যা আমাদের দেশে বিভিন্ন সিমে কারখানা গুলোতে উৎপন্ন হয় উন্নতমানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা আছে কাগজ কল গুলোতে গাছের গুড়ি থেকে কাগজ তৈরি করা হয় তিনটি সরকারি কাগজ কল রয়েছে পত্র ঘন খুলনা এবং পাকশিতে এছাড়াও বেসারি ভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত রয়েছে যা দেশে চাহিদা অনেক অংশ পূরণ করে তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমাদের চিনি কল গুলোতে চিনি উপাদান ও পরিশ্রম ধর করা হয় এদেশের সরকারি চিনিকল ছাড়া বেশ কিছু বেসরকারি চিনিকল রয়েছে তবে প্রতিবছর বিপুল পরিমাপ চিনি আমদানি করতে হয়।


Polok1559

22 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!