বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যবিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৩ আগস্ট) সকাল ৭টায় সমন্ব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যবিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৩ আগস্ট) সকাল ৭টায় সমন্বয়ক রিফাত রশিদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।লিখিত বক্তব্যে রিফাত রশিদ জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকারীদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’

 

প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন ৪৯ জন। আর সহ-সমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই ঢাকাসহ দেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিবৃতিতে এ কমিটি বর্ধিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

 

নতুন এ কমিটিতে ১ নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। এরপর রয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদের নাম। পর্যায়ক্রমে অন্য সমন্বয়কদের নাম রয়েছে।

 

এর আগে গত ৮ জুলাই ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি প্রকাশ করেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।


Badhon Rahman

177 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!