রিয়েল হিরো (বাবা)

বট গাছের মতো সারাজীবন ছায়া দেয়

এই একটি মাত্র ব্যক্তি যাকে নিয়ে সারা জীবন লিখি তাও হয়তো লেখা শেষ হবে না সে হচ্ছে বাবা । দেহের কোন অঙ্গ না থাকলে যেমন আমরা অপূর্ণ,তেমনি বাবা ছাড়াও পরিবার সম্পূর্ন নয় ।তার কাছে কোনো সুপার পাওয়ার নাই, কিন্তু তার ভালোবাসা আমাদের জীবনে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই তিনি আমার রিয়েল সুপারহিরো ।

"বাবা" সবসময় তাঁর সর্বস্ব দিয়ে আমাকে শুধু ভালোবেসেই গেছে ।সারাটাজীবন আমাকে ভালো রাখার চেষ্টা করছে। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কত টানাপোড়েন চলে কখনোই সেগুলো আমাকে বুঝতে দেয় নি। সবসময় আমার পছন্দ, আমি কি চাই, না চাইতেই সেগুলো পেয়ে গেছি অতি সহজে।

মানুষের কথাকে পাত্তা না দিয়ে আমাকে আজ এতদূর পর্যন্ত নিয়ে আসছে। অথচ, এই মানুষটাকে আমি আজ অবধি কিছুই দিতে পারি নি। বাবার গর্বের কারন হতে পাব কি না তাও জানা নেই ।তবুও যেনো প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা মানেই ভরসা ,বাবা মানেই দায়িত্ব, বাবা মানেই শান্তি । সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সকল বাবা কে ভালো রাখে...


Hoimonti Shukla

137 博客 帖子

注释