চলার পথে ঝড় বয়ে যায়,
তবু থামি না আমি ভাই।
স্বপ্ন জ্বলে বুকের মাঝে,
তাই তো আকাশ ছুঁতে চাই।
আমি স্বপ্নপথিক, ভয় পাই না হারকে,
অন্ধকার ডাকে, আলো খুঁজি তারে।
পথ যত দূর, আমি হাঁটি নির্ভয়ে,
স্বপ্নই মানচিত্র আমার হৃদয়
ভাঙা স্বপ্নেও দেখি আশা,
হারিয়ে গিয়ে খুঁজি ভাষা।
একটা জোছনা রাতের গান,
আমার ভেতর করে ডান।
যে থেমে যায়, সে মরে যায়,
আমি চলি, তাই বেঁচে রয়।
স্বপ্ন যদি রক্তে মিশে,
জীবন তখন গান হয়।
আমি স্বপ্নপথিক,
আকাশ আমার ঠিকানা।
পথে যত কাঁটা থাকুক,
থামবে না যাত্রা মানা। 🌙✨ #readmore 😍
Tuhin Shorker
তবু থামি না আমি ভাই।
স্বপ্ন জ্বলে বুকের মাঝে,
তাই তো আকাশ ছুঁতে চাই।
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
shen khan
আমার বুক আছে তাই
ছিন্ন করে সকল বাধা
সুখের স্বপ্ন বুনে যাই।
দুঃখ আমায় পায়না ছুতে
ভয়ের নেইকো লেশ
আকাশ ছোঁয়ার স্বপ্ন আমার দেখবে অবশেষ।
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟