বাংলাদেশ সময় আজ রাত ১ টায় উয়েফা ইউরোপা লীগের
ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইংলিশ ক্লাব টটেনহাম
বনাম ম্যানচেস্টার ইউনাইটেড । দুটি দলই চলতি সীজনে
তেমন ভাল খেলা উপহার দিতে পারেনি । তবে ইউরোপা
লীগে ঠিকই নিজেদের সেরা খেলাটা খেলে ফাইনালে জায়গা
করে নিয়েছে দুইদল । টটেনহামের সাথে চলতি সীজনে মুখোমুখি দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড কোন জয় পায়নি।
সবকটি ম্যাচেই জয় পেয়েছে টটেনহাম । তাই মাঠে নামার
আগে কিছুটা হলে এগিয়ে থাকবে ক্রিস্টিয়ান রোমেরোরা ।
তবে ম্যাচটি যেহেতু ফাইনাল তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে
হালকা করে নেয়ার সুযোগ নেই । আশা করি ম্যাচ শেষে
শিরোপা উঁচিয়ে ধরবে ক্রিস্টিয়ান রোমেরোরা । AFFGBD
