তাদের মধ্যে শুধু মিঠু আর মিষ্টি ও মিঠুর মা বেচেঁ ছিল আর বাকিদের মৃত্তু হলো
তারপর থেকে মিঠু মিষ্টি আর মিঠু এর মা তারা একসাথে একবারিতে থাকত তারপর মিঠু আর ওর মা থেকে মিষ্টি ওর বাড়িতে চলে যায় ও সে তার পড়াশুনা শুরু করে তখন থেকেই মিঠু আর মিষ্টি আলাদা তাদের মধ্যে কোনো রকম দেখা হয় না আজ তারা দুজনই কলেজ শেষ করে জব করছে আজ এত বছরের পর তাদের দেখা হবে
তারা দুজনই খুব আনন্দিত ছিল কারণ ছোট থেকে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তো ছিলই তার সাথে ভালোবাসাটাও ছিল বেশি আর এখন এত বছরে আরও অনেক বেড়ে গেলো এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকলো।।
তারপর একটা মুচকি হেসে মিঠুর হাতটি চেপে ধরে বলে আমি তোকে promise করছি কোথাও যাবো না তোকে ছেড়ে তোর সাথেই থাকব সারাজীবন তারপর দুজনই দেখে তাদের কথা তাদের মা বাবা শুনছিল তারপর সবাই খুশি হলো
ওদিকে সন্ধে হয়ে গেলো তারপর তারা বাড়ি চলে গেলো এভাবে অনেক দিন কাটিয়ে তারা গ্রাম থেকে শহরের দিকে রওনা হলো
গ্রাম থেকে 3km যেতেই তাদের গাড়ির হঠাৎ ব্রেক ফেল হল কোনোভাবেই গাড়ির ব্রেক লাগানো যাচ্ছিল না হঠাৎই সামনে একটা লরি আসছিল তাদের গাড়ির কোনোভাবেই থামাতে পারেনি
হঠাৎই লরির সাথে ধাক্কা খেয়ে তাদের গাড়িটি উল্টে পড়ে গেলো