আমি সেই সুতো হবো
যে তোমায় আলোকিত
করে নিজেই চলে যাবো ।
আমি সেই নৌকা হবো
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো ।
হবো সেই চোখ যে তোমায়
দেখেই বুঝা যাবো ।
হবো সেই সুর যে তোমায়
মাটিয়া করুন হবো ।
হবো সেই চাঁদ, যে হয়ে গেলে রাত
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে, আবার ফুরিয়ে যাবো
শুধু ভালোবেসো আমায় .......