12 i ·Oversætte

পাগলা কুমির আর চালাক রাখাল

এক গ্রামে ছিলো এক রাখাল, নাম তার কাশেম। বুদ্ধিতে সে ছিলো অতিশয় চতুর। প্রতিদিন গরু চরাতে যেতো নদীর ধারে। সেই নদীতে থাকতো এক পাগলা কুমির, যার নাম ছিলো গদাধর। গদাধর ছিলো একদম ভিন্ন ধাঁচের—সে মানুষ খেতে চায় না, সে চায় মানুষের বুদ্ধি খেতে!

একদিন, কাশেম গরু চরাচ্ছে এমন সময় কুমির উঠে এলো পানির উপর। গদাধর বললো, “ওরে রাখাল, তোর বুদ্ধি আমি খাইব!”
কাশেম একটু অবাক হলেও ভয় পেলো না। সে বললো, “ঠিক আছে, কিন্তু খাওয়ার আগে তো পরীক্ষা নিতে হবে, আমি সত্যিই বুদ্ধিমান কিনা।”
গদাধর মুচকি হেসে বললো, “বেশ, বল কী পরীক্ষা দিবি?”

কাশেম বললো, “আমি তিনটা ধাঁধা দেবো। যদি তুমি একটাও না পারো, তাহলে তুমি নদীতে ফিরে যাবা এবং আর কখনো মানুষকে ভয় দেখাবা না।”
গদাধর রাজি হলো।

কাশেম ধাঁধা দিলো:
“পেট আছে, মাথা নেই, চলে কিন্তু হাঁটে না—এটা কী?”
গদাধর ভেবে বললো, “হাঁস?”
কাশেম হাসলো, “না, এটা হলো ‘নৌকা।’”

দ্বিতীয় ধাঁধা:
“রাতে থাকে, দিনে পালায়, হাতে ধরা যায় না—কে সে?”
গদাধর চিন্তা করে বললো, “স্বপ্ন!”
কাশেম চমকে গেলো। “ঠিক বলেছো!”

তৃতীয় ধাঁধা দিলো:
“একটাই মুখ, হাজার কথা বলে; তবু মুখ খুলে না—কে সে?”
গদাধর অনেকক্ষণ ভেবে মাথা চুলকাতে লাগলো। শেষে সে বললো, “আমি জানি না!”
কাশেম বললো, “উত্তর—‘রেডিও।’”

শর্ত মতো গদাধর নদীতে ফিরে গেলো, আর কখনো কাউকে ভয় দেখালো না। আর কাশেম? সে হয়ে উঠলো গ্রামের হিরো—রাখাল হলেও বুদ্ধিতে রাজা!

এই কিস্সা শেখায়—শক্তির থেকেও বড় শক্তি হচ্ছে বুদ্ধি।



#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।