12 ث ·ترجم

জলের কলস আর রাজকুমারীর কৌশল

এক রাজ্যে ছিল এক রাজকুমারী, নাম তার নুরজাহান। রূপে যেমন অপূর্ব, বুদ্ধিতে তেমনি তীক্ষ্ণ। অনেক রাজপুত্র তার কাছে প্রস্তাব নিয়ে এলেও সে একেক জনকে একেক ধাঁধায় ফেলত, আর সবাই হার মেনে ফিরত।

একদিন দূর রাজ্যের এক রাজপুত্র, আরিয়ান, প্রস্তাব নিয়ে এলো। রাজকুমারী বললো, “তুমি যদি সত্যিই বুদ্ধিমান হও, তবে এই কাজটি করো—এই মাটির কলসটি ভরে আনো, তবে শর্ত হলো: কলসটিতে ফুটো আছে, জল যেন এক ফোঁটাও না ঝরে।”

রাজপুত্র চমকে গেলো। ফুটো কলসে পানি এনে দেওয়া কি সম্ভব? তবুও সে নদীতে গেলো, পানি তুললো, কিন্তু যতবারই ফেরে, পানি পড়ে যায়।

সে ক্লান্ত, পরিশ্রান্ত, নদীতেই বসে পড়ে।

তখন এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করলো, “কি হয়েছে বাবা?”
আরিয়ান বললো, “রাজকুমারীর ধাঁধার জবাব দিতে পারলাম না। ফুটো কলসে পানি এনে দেওয়া তো অসম্ভব!”

বৃদ্ধা হেসে বললো, “অসম্ভব কিছু নেই। কলসটা বড় পাত্রে রাখো, তারপর ওটা ভর্তি করো। পাত্রে থাকলে পানি তো আর গড়াবে না!”

আরিয়ান চোখ খুলে গেলো। সে মাটির কলসটা একটি বড় লোহার পাত্রে রেখে তাতে পানি ভরলো—এক ফোঁটাও পড়লো না বাইরে। সেইভাবেই সে রাজপ্রাসাদে ফিরলো।

রাজকুমারী খুশি হয়ে বললো, “তুমি প্রমাণ করেছো, বুদ্ধি শুধু মুখে নয়, কাজে লাগাতে জানো।”

এরপর রাজা তাদের বিয়ে দেন। আর রাজ্যে ছড়িয়ে পড়ে—জল যেমন কলসে থাকে, তেমনি বুদ্ধি থাকে মনে, কাজে লাগলে তবেই সে মূল্যবান হয়।

এই কিস্সা শেখায়—চাপ নয়, কৌশলই সমস্যার আসল সমাধান।

#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।