12 ভিতরে ·অনুবাদ করা

পকেটমার

স্টেশন চত্বর সবসময়ই ছিল সজলের কর্মক্ষেত্র। বয়স পঁচিশ ছুঁইছুঁই, কিন্তু অভ্যাসটা পুরোনো—পকেট মারার। ভিড়ের ভেতর হাত চালানো, চোখে পড়ার আগেই মিশে যাওয়া, এসব তার কাছে জলভাত। তার মতো মানুষদের কেউ চেনে না, জানতেও চায় না।

একদিন দুপুরে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। দূরের ট্রেনটা তখনই থেমেছে। সজলও ছিল দলে। লক্ষ্য—একজন বৃদ্ধ। তার সাদা ধুতি, ঘামভেজা গামছা আর হঠাৎ থেমে যাওয়া হাঁটা—সবই তাকে সহজ টার্গেট করে তোলে। সজলের হাতটা ধীরে ধীরে বৃদ্ধের পকেটে চলে যায়। পকেট থেকে একটা পুরনো মানিব্যাগ টেনে নেয় সে।

পেছনে না তাকিয়েই হেঁটে চলে আসে প্ল্যাটফর্মের এক কোনায়। তাড়াহুড়ো করে ব্যাগ খুলে দেখে—ভেতরে মাত্র ৫০ টাকা আর একটা ভাঁজ করা চিরকুট। মুখটা কুঁচকে উঠে। এমন লোকের পকেটে এর বেশি থাকবে না, সেটা সে জানত। কিন্তু কৌতূহলবশত চিরকুটটা খুলে দেখে।

লেখা:
“আজ রাহেলের ওষুধ আনতেই হবে। জ্বরটা বাড়ছে। এই টাকা দিয়ে এক বোতল প্যারাসিটামল আর এক প্যাকেট বিস্কুট কিনে ফিরতে হবে। - দাদু”

সজলের গা শিউরে উঠে। ‘রাহেল’ নামটা পড়ে তার বুক কেঁপে যায়। ছোটবেলায় তারও এমনই জ্বর হয়েছিল, কিন্তু টাকা না থাকায় মা ওষুধ কিনতে পারেনি। আর সেই রাতেই মারা যায় সে মা। সেই রাত থেকে সজলের জীবনের সব আলো নিভে যায়।

আজ অনেক বছর পর সেই একই গল্প আবার সামনে। কাঁপা হাতে ব্যাগটা নিয়ে সে দৌড় দেয় স্টেশন চত্বরে। কয়েক মিনিট খুঁজে বৃদ্ধটাকে খুঁজে পায় প্ল্যাটফর্মের এক কোনায়, হতাশভাবে বসে থাকা অবস্থায়।

“চাচা, আপনার ব্যাগটা পড়ে গিয়েছিল,”—বলে মানিব্যাগটা বাড়িয়ে দেয় সজল। বৃদ্ধের চোখে জল চলে আসে। “আল্লাহ তোমার মঙ্গল করুক, বাবা,”—বলেন তিনি।

সজল কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখের কোণে পানি জমে, কিন্তু সে পেছন ফিরে না তাকিয়ে ধীরে ধীরে হেঁটে চলে যায়।

সেদিন রাতে সে প্রথমবার ভাত খাওয়ার আগে নিজেকে আয়নায় দেখে। পকেটমার নয়, সে নিজেকে একবারের জন্য মানুষ মনে করেছিল।

#sifat10

1 মি ·অনুবাদ করা

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 মি ·অনুবাদ করা

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
3 মি ·অনুবাদ করা

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
3 মি ·অনুবাদ করা

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
38 মি ·অনুবাদ করা

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image