সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।
Мне нравится
Комментарий
Перепост
Ali Ahmod
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?