সময়ের ডাক
দু'চোখ ভরে স্বপ্ন দেখো,
কিন্তু পথে থেকো না থেমে।
আলসে জীবন নয় যে মুক্তি,
কাজেই আছে ভবিষ্যৎ রত্ন।
অন্যায় যেখানেই দেখো সামনে,
চুপ থেকো না, আওয়াজ তোলো।
সত্যের আলো নিভে যায় যখন,
মিথ্যে তখন হাসে খোলো।
ধ্বংস নয়, গড়ে তোলাই ধ্যান,
তোমার হাতেই আগামীর জ্ঞান।
প্রতিটি ক্ষণেই বেছে নিতে শেখো,
ভবিষ্যৎ তোমার, এখন থেকেই লেখো।
সময় বলে— "আর দেরি নয়,
জেগে ওঠো, শুরু করো যুদ্ধ।"
সচেতন চিত্তে পা ফেলো শক্ত,
মানুষ হও— এই হোক যুক্ত।
Me gusta
Comentario
Compartir