আকাশ জুড়ে কালো মেঘ, গর্জে উঠে বারি,
প্রথম ফোঁটায় জেগে ওঠে মাটির মধুর সুরধারি।
টিনের চালে বাজে যেন ছন্দময় এক গান,
প্রকৃতির বুক ভিজিয়ে যায় বৃষ্টির সে বান।
ছোট্ট খালের জলে উঠে ঢেউয়ের দোলা,
পথের ধারে শিশুরা খেলে, ভেজা মাটির মেলা।
কাক ডাকে ভেজা গাছে, ডানায় ধরে জল,
পাহাড় পেরিয়ে বৃষ্টিরা গায় তাদের ছলছল।
চা-দোকানে ধোঁয়া ওঠে, মিষ্টি কথার ছোঁয়া,
বৃষ্টির দিনে প্রেম পুরোনো মনে পড়ে তো হোয়া।
একটি ছাতা, দুটো মন, একসাথে হেঁটে যাওয়া,
বৃষ্টির মাঝে খুঁজে পাই ভালোবাসার ছায়া।
Kao
Komentar
Udio
Suraiya Soha
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Ali Ahmod
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?