তাঁর কথা শুনে হাসলেন নবী। বললেন, ‘যে মেহনত করে খায় আল্লাহই তাঁকে সাহায্য করেন।’ তাইতো কবি বলেনঃ ‘নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে।’
এই ঘটনা আমাদের বলে, জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রমী হও, জীবনকে সফল করতে চাইলে পরিশ্রমী হও। যে পরিশ্রমী নয় সে অলস, সে কখনো সফলতা লাভ করতে পারে না। একজন কবি চমৎকার ভাবে এ কথাটিই বলেছেন তাঁর কবিতায়। তিনি বলেনঃ
পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ।
お気に入り
コメント
シェア
Suraiya Soha
コメントを削除
このコメントを削除してもよろしいですか?