তাঁর কথা শুনে হাসলেন নবী। বললেন, ‘যে মেহনত করে খায় আল্লাহই তাঁকে সাহায্য করেন।’ তাইতো কবি বলেনঃ ‘নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে।’
এই ঘটনা আমাদের বলে, জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রমী হও, জীবনকে সফল করতে চাইলে পরিশ্রমী হও। যে পরিশ্রমী নয় সে অলস, সে কখনো সফলতা লাভ করতে পারে না। একজন কবি চমৎকার ভাবে এ কথাটিই বলেছেন তাঁর কবিতায়। তিনি বলেনঃ
পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ।
Beğen
Yorum Yap
Paylaş
Suraiya Soha
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?