জারুল
তোমার চোখে পানি কেন?
আমি কি কাঁদছি?
না…
আমি তো কাঁদি না আর।
আমার দুঃখেরও রং আছে—
নীল, বেগুনি… খুব নরম।
আমি সেই রঙে ঢেকে রাখি নিজেকে।
এই দুঃখেই আমার শান্তি,
তাতে কোনো ভার নেই, শুধু নীরবতা।
আমি রংধনু হতে চাই না,
চাই না ঝলমলে আলো হয়ে ভেসে যেতে।
আমি থাকতে চাই নিজের মতো—
সাধারণ, সুনিরব, অথচ নির্জন রঙেই আমি পূর্ণ।
Suraiya Soha
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Apurbo Mega
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Sakil Khan
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?