11 w ·çevirmek

.
ছোঁয়া ::: একি আপনার গায়ে তো অনেক জ্বর ।
জলপট্টি দিতে হবে এখনি ।
জ্বরের জন্য গায়ে হাত দেওয়াই যাচ্ছে না ।
.
ছোঁয়া এক দৌড়ে নিচে থেকে একটা বাটিতে করে পানি নিয়ে আসল ।
কিন্তু কিছুতেই একটা কাপড় খুঁজে পাচ্ছে না ।
তারপর কোন উপায় না পেয়ে শাড়ির আঁচল টা ছিড়ল ।
তারপর তাড়াতাড়ি করে উপরে চলে গেল ।
আর কনকের পাশে যেয়ে বসল ।
আর সারারাত কনকের মাথায় জলপট্টি দিতে লাগল ।
.
সকাল হয়ে গেছে ।
সারারাত জলপট্টি দেওয়ার পর কনকের জ্বর একটু কমেছে ।
কনক ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ।
আমেনা একটু পরে দরজা ধাকাচ্ছে ।
আর বলছে ,,
.
আমেনা ::: কি হল বউমা এখনও নিচে আসছ না কেন?
কোন কিছু কি হয়েছে বউমা ।
দরজাটা খোল ।
.
ছোঁয়া দরজাটা খুলে দিল ।
আমেনা দেখে ছোঁয়ার চোখে পানি ।
ছোঁয়ার চোখে পানি দেখে আমেনা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে ,,,
.
আমেনা ::: কি হয়েছে বউমা ।
তুমি কান্না করছ কেন?
.
ছোঁয়া আমেনাকে সব খুলে বলল ।
তারপর কান্নাজড়িত কন্ঠে বলছে ,,,
.
ছোঁয়া ::: তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব ।
আপনাদেরকে যে ডাকব সেই শক্তিও পাচ্ছিলাম না ।
তবুও অনেক কষ্টে নিজেকে সামলিয়ে সারারাত জলপট্টি দিতে লাগলাম ।
.
আমেনা ::: শান্ত হও বউমা ।
রিলেক্স ।
এখন কি কিছুটা জ্বর কমেছে কিনা ।
.
ছোঁয়া ::: হুম কমেছে ।
.
আমেনা নিচে যেয়ে খাবার নিয়ে আসল ।
আর ছোঁয়াকে বলে দিল খাবারটা খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিতে ।
কনক কিছুতেই এই জ্বরওলা মুখ নিয়ে কোন কিছুই খেতে চাচ্ছে না ।
কিন্তু অনেক কষ্টে ছোঁয়া কনককে বুঝিয়ে খাইয়ে দিচ্ছে ।
একটু খানি খাওয়ার পর কিছুতেই কনক আর খেতে পারছে না কনকের বারবার বমি আসছে ।
কনকের কষ্ট হচ্ছে দেখে ছোঁয়াও আর কোন জোর করল না ।
ছোঁয়া কনককে ওষুধটা খাইয়ে দিল ।
.
অনন্যা কিছুখন পর এই ঘরে আসল ।
তারপর কনকের জ্বরটা মেপে দিয়ে গেল ।
দেখে স্বাভাবিকই আছে ।
কনক এখন কিছুটা সুস্থ ।
.
কনক এখন কিছুটা সুস্থ দেখে কনক বিছানা উঠতে যাচ্ছিল ঠিক তখন ছোঁয়া কনককে আটকে দিয়ে বলছে ,,,
.
ছোঁয়া ::: আপনি এখন যাচ্ছেন টা কোথায়?
.
কনক ::: কেন অফিসে যাচ্ছি‌ ।
.
ছোঁয়া ::: না আপনি কোথাও যাবেন না ।
.
কনক ::: কেন যাব না ।
এখন তো আমি কিছুটা সুস্থ ।
.
ছোঁয়া ::: কিন্তু আপনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি ।
আজকে আপনি আমার চোখে চোখে থাকবেন ।
আজকে আমি আপনাকে কোথাও যেতে দিব না ।
বুঝতে পেরেছেন ।
.
কনক ::: হুম বুঝতে পেরেছি ।
ঠিক আছে আজকে যাব না ।
কিন্তু তোমার শাড়ির আঁচল ,,,
.
ছোঁয়া ::: কালকে রাতে আপনার মাথায় জলপট্টি দেওয়ার জন্যই তো ছিড়েছি ।
.
কনক ::: কিন্তু এই শাড়িটা তো তোমার অনেক প্রিয় ।
.
ছোঁয়া ::: এই প্রিয় শাড়ির থেকে আপনি আমার কাছে অনেক কিছু ।
.
রাত হয়ে গেছে ।
ছোঁয়া কনকের পাশে বসে রয়েছে ।
একটু পরে ছোঁয়ার ফোনটা বেজে উঠল ।
সাদিকা ফোন করেছে ।
ছোঁয়া কলটা রিসিভ করল ।
কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে সাদিকা বলে উঠল ,,,
.
সাদিকা ::: দোস্ত আমাদের ইয়ার চেন্জ পরীক্ষা শুরু হবে ।
.
ছোঁয়া ::: কবে থেকে ।
.
সাদিকা ::: তেইশ তারিখ থেকে ।
.
ছোঁয়া ::: ও ,,,
.
ছোঁয়া একদম মন খারাপ করে বসে পড়ল ।
কনক সেটা খেয়াল করল ।
তাই কনক ছোঁয়াকে জিজ্ঞাসা করল ,,,,
.
কনক ::: কি হয়েছে মন খারাপ করে বসে রয়েছ কেন?
.
ছোঁয়া ::: এক সপ্তাহ পরে ইয়ার চেন্জ পরীক্ষা ।
আমি তো কিছুই পারি না ।
কালকে কলেজেই যেয়েই কত কাজ করতে হবে আমাকে ।
পরীক্ষার রুটিন নিতে হবে এই কয়েকদিন কি কি পড়িয়েছে তা নিতে হবে আর স্যাররা কি সিলেবাস দিয়েছে তা নিতে হবে ।
কত জ্বালা আমার ।
.
কনক ::: রিলেক্স ।
তুমি এইদিকে এসে বস ।
এখন আর রাত জাগতে হবে না তোমাকে ।
তুমি এখন ঘুমিয়ে পড় ।
আর এমনিতে কালকে সারারাত তুমি ঘুমাওনি ।
লাইটটা অফ করে দিয়ে তুমি শুয়ে পড় ।
.
ছোঁয়া ::: হুম ।
.
ছোঁয়া লাইটটা অফ করে দিয়ে কনকের পাশে যেয়ে শুয়ে পড়ল ।
সকাল সকালই ছোঁয়ার ঘুমটা ভাঙ্গল ।
তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল ।
আর ব্যাগটা গুছিয়ে নিল তারপর কনককে ডাক দিল ।
আর বলতে লাগল ,,,
.
ছোঁয়া ::: এই যে সকাল হয়ে গেছে তো ।
আপনি কি উঠবেন না আজকে ঘুম থেকে ।
.
কনক হালকা করে চোখটা খুলল ।
তারপর ছোঁয়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসল ।
ছোঁয়ার নিজেকে ছুটানোর চেষ্টা করছে আর বলছে ,,,
.
ছোঁয়া ::: ছাড়ুন আমাকে ।
কালকে তো অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন আর আজকে কি অফিসে যাবেন না ।
আর আমাকে ছাড়ুন আমাকে এখন কলেজে যেতে হবে ।
.
কনক ::: না আজকে আমি অফিসে যাব না আর তোমাকেও কলেজে যেতে দিব না ।
.
ছোঁয়া ::: কেন ?
.
কনক ::: যতখন না পর্যন্ত তুমি আমাকে কিস দিচ্ছ আমি তোমাকে যেতে দিব না ।
আর আজকে কলেজে না গেলে তুমি পরীক্ষায় ফেল করবে ।
ভালো

,,,,,,,,,,,..,.......,..,.................,.....,...............,...................................................'''''''''''''''''''''''''''''''''’''''''................................................................................................

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

image
2 saat ·çevirmek

"Yellow love হলো সূর্যের আলোয় ভরা এক উজ্জ্বল অনুভূতি, যা আনন্দ, সুখ আর বন্ধুত্বের প্রতীক। এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

2 saat ·çevirmek

"Nil love হলো আকাশের নীলের মতো গভীর, সমুদ্রের ঢেউয়ের মতো সীমাহীন। এতে আছে প্রশান্তি, বিশ্বাস আর চিরন্তনতার ছোঁয়া। নীল ভালোবাসা মনকে শান্ত করে, দুঃখ দূর করে এবং হৃদয়ে নতুন আশার আলো জ্বালায়। এটি বিশ্বস্ততা, আস্থার প্রতীক এবং অনন্ত প্রেমের রূপক।" (≈300 character)