11 ш ·перевести

#

ওরা পনেরো মিনিট পর পৌঁছালো বিগ্রেডিয়ার জেনারেল ইমরান তালুকদারের ফ্ল্যাটে। বড়ো ফ্ল্যাটটি পরিষ্কার পরিচ্ছন্ন। গুটি কয়েক মানুষ জন সেখানে। শ্রাবণ ও জেসিয়া পৌঁছাতেই সাদা গাউন পড়া, সোনালী চুল ও নীল চোখের মেয়েটির হাতে সৌভিক আংটি পড়িয়ে দিলো। সিন্ডারেলা চোখেমুখে প্রগাঢ় প্রেম ও ভালোবাসা নিয়ে সৌভিকের দিকে তাকিয়ে আছে। ওর নীল চোখের ঝলমলে দৃষ্টিতে খেলা করছে আনন্দ। সৌভিকের হাতে আংটি পড়িয়ে দিয়ে এনগেজমেন্ট সম্পন্ন করলো।

তখনই বেজে উঠলো কলিংবেল। সৌমি চিকেন ফ্রাই খেতে খেতে দরজাটা খুলে দিতেই ক্লান্ত ঘর্মাক্ত আরিফ ইন করা শার্টের কলার টেনে পেছনে ফেলে ভেতরে এলো। সৌমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আরিফ সোফায় বসা বিগ্রেডিয়ার জেনারেলকে বললো,

‘ স্যরি স্যার দেরি হয়ে গেলো। ’

ইমরান তালুকদার রাশভারী কন্ঠে বললেন,

‘ আমার একমাত্র মেয়ের এনগেজমেন্টে এসেছো তা-ও আংটিবদল হওয়ার পর। ’

আরিফ ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলো,

‘ কাজ ছিল স্যার। সেজন্য আসতে দেরি হয়ে গেলো। স্যরি সৌভিক, কথা দিচ্ছি বিয়েতে বিয়ে পড়ানোর আগেই উপস্থিত হবো। ’

সৌভিকের পড়োনে কালো স্যুট। সিন্ডারেলা ও সৌভিককে পাশাপাশি অসম্ভব সুন্দর লাগছে। সৌমি সেদিকে তাকিয়ে একটু উচ্চস্বরেই বলল,

‘ নজর না লাগুক নিরামিষ মানুষদের। ’

আরিফ তৎক্ষনাৎ ওর দিকে তাকালো। ওর খেয়ে ফেলবো লুকটা দেখে সৌমি দাঁত বের করে হাসলো। জেসিয়াকে টেনে নিয়ে এলো সিন্ডারেলার সাথে ছবি তুলার জন্য।

আসওয়াদ ও জয়নাল আসেনি। একেবারে বিয়েতে আসবে তারা।

‘ তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ’

সিন্ডারেলা স্বভাবসুলভ হাসলো। জেসিয়া নিজেই চোখ ফেরাতে পারছে না। সিন্ডারেলাকে আগুন সুন্দরী বলা যায়। ওর সুনালী চুল ও নীল চোখ মুগ্ধ করার মতো। জেসিয়া দেখেছে সৌভিক সিন্ডারেলার দিক থেকে চোখ ফেরাচ্ছে না। সিন্ডারেলার গলায় মুক্তোর মালা। জেসিয়া ইশারায় জিজ্ঞেস করতেই সিন্ডারেলা আঙুল দিয়ে সৌভিককে দেখালো। সৌমি বলল,

‘ আমার ভাইকে তো পুরো দেওয়ানা বানিয়ে ছেড়েছো ভাবি। ভালো বাসলে তো এমন করেই বাসা উচিত। ভাইয়া নিজের রুমে নতুন নতুন সব ফার্নিচার যুক্ত করছে তুমি আসবে বলে। ’

জেসিয়া অপলক তাকিয়ে থাকে সিন্ডারেলার দিকে। কোথাও না কোথাও সিন্ডারেলা আর জেসিয়া একই। ওদের দুজনেরই মা বাবা নেই। অবশ্য সিন্ডারেলার এখন মা বাবা হয়েছে। জেসিয়ার দুঃখের থেকে হয়তো সিন্ডারেলার দুঃখটাই বেশি। বেচারি জানে না তার আসল মা বাবা কে। জেসিয়া ওর হাতে গিফটের ব্রেসলেটটা পড়িয়ে দিয়ে বলল,

‘ আমি চাই তুমি সুখী হও সিন্ড্রেলা। ভাগ্যবতী হও, সৌভিকের সাথে সারাজীবন সুখে থেকো। ’

জেসিয়া ও সৌমি উঠে চলে যেতেই সৌভিক এসে পাশে বসলো৷ সিন্ডারেলা হাতের ব্রেসলেটটা দেখালো। সৌভিক ছুয়ে বলল,

‘ সুন্দর, তোমার হাতে সুন্দর লাগছে। ’

‘ এটা আমাকে সিয়া দিয়েছে, এবং বলেছে আমি যেন সারাজীবন তোমার সাথে সুখে থাকি। কেন বলেছে জানো? ’

সৌভিক কৌতূহল নিয়ে বলল,

‘ কেন? ’

‘ কারণ সে জানে আমার সুখ একমাত্রই তুমি। এই পৃথিবীতে একটা মানুষ যাকে আমি নিজের সবকিছু ভাবি, যার জন্য সবকিছু করতে পারি। যাকে পাওয়ার জন্য ত্যাগ করতে পারি সব

8 часы ·перевести
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
9 часы ·перевести

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

11 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 часы ·перевести

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।