11 ш ·перевести

#
অহি ভয় পেলো না। তবে তার বিস্ময় কমছে না। নিজের বাবার প্রতি দিনে দিনে এত অভিযোগ জমেছে যে মাঝে মাঝে বাবাকে তার দুঃস্বপ্নের মতন উন্মাদ মনে হয়।
"চিৎকার করবেন না। আর বেইমান আমি নই, আপনি। এতই যখন ঐ আপনাকে ছেড়ে দেওয়া মহিলার প্রতি আপনার দরদ তাহলে অবনী মাকে বিয়ে না করলেই পারতেন। যে ছেড়ে গেলো তার প্রতি আপনার প্রেমে এক আনাও কমতি নেই। অথচ যে বছরের পর বছর আপনার সব অন্যায়, অবিচার সহ্য করে থেকে গেলো তার দিকে আপনার ফিরে তাকানোর সময়ও নেই! এতটা অকৃতজ্ঞ আপনি কীভাবে? আসলে আপনার সাথে থাকা যায় না। অবনী মা যে কেন রয়ে গিয়েছে!"

আমজাদ সওদাগর উদ্ভ্রান্তের মতন মেয়ের দিকে তেড়ে আসতে নিলেই তাকে আটকালের অবনী বেগম। হাত টেনে ধরলেন,
"কী করছেন! তেড়ে যাচ্ছেন কেন ওর দিকে?"

অবনী বেগমের এই ধরে আটকাতে চাওয়াটাই যেন কাল হলো। আমজাদ সওদাগর মেয়েকে ধরতে না পেরে চড়টা বসালেন অবনী বেগমের গলায়। হুংকার দিয়ে বললেন,
"তোর আস্পর্ধাতেই আজকে ও এতটা বেড়েছে। নিজের বাপকে বলছে কিনা, বাপের সাথে থাকা যায় না! এত বড়ো কথা?"

আনন্দের হাঁটে আমজাদ সওদাগর যেন ভাঁটা এনে দিলেন। অহি ছুটে গিয়ে অবনী বেগমকে টেনে নিলো। সাথে মুনিয়া বেগম ও রোজা সওদাগরও গেলেন। আফজাল সওদাগর ও নুরুল ইসলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। চেরিটা চুপটি করে চিত্রার বুকের বা’পাশে লেপ্টে গেলো।

অহি কাঁপছে রাগে থরথর করে। আফজাল সওদাগর নিজের ভাইকে শাসিয়ে বললেন,
"আশ্চর্য আমজাদ! তুই ঘরভর্তি মানুষগুলোর সামনে ছোটো বউয়ের গায়ে হাত তুললি কেন? আক্কেল জ্ঞান সব শেষ তোর?"

"উনার আক্কেল কখনো ছিলো, বড়ো আব্বু?"
আমজাদ সওদাগর দমে এলেন। হুট করে রাগটা এত মাথা চাড়া দিয়ে উঠলো কীভাবে বুঝেই উঠতে পারলেন না।

চিত্রা চেরিকে বুকের ভেতর জাপ্টে ধরেই বলল, "ছোটো মুখে একটা বড়ো কথা বলছি কিছু মনে করো না তোমরা। কিন্তু ছোটো আম্মু, আমার মনে হয় তোমার একবার পুলিশ স্টেশন যাওয়া উচিত। ছোটো আব্বুর নামে একটা মামলা দেওয়া উচিত।"

এতক্ষণ যা-ই ঘটেছিলো সবটুকু সহ্য সীমায় থাকলেও চিত্রার কথা যেন বি স্ফোর ণ ঘটালো। ভ্যাবাচেকা খেয়ে গেলো সকলে। নুরুল ইসলাম মেয়ের এমন আক্কেলগুড়ুম কথায় ধমকে উঠলেন,
"তুমি চুপ থাকো। এত বড়ো কথা কীভাবে বলছো তুমি? দিন দিন অভদ্র হচ্ছো।"

অহি নুরুল ইসলামকে থামিয়ে বলল, "চিত্রা ভুল কিছু তো বলেনি মেজো আব্বু। মায়ের উচিত এক্ষুনি আমার সাথে পুলিশ স্টেশন যাওয়া এবং মামলা করা উনার নামে।"

কী এক বিশৃঙ্খল অবস্থা! বিয়ের আমেজটা মুহূর্তেই থিতিয়ে গেলো। আফজাল সওদাগর বুদ্ধিমান লোক। সবটা নিয়ন্ত্রণে আনতে তিনি নিজের ভাইকে ধমকালেন। অবনী বেগম তখনও চুপ করেই দাঁড়িয়ে ছিলেন। একটি কথাও বললেন না। কী যেন ভেবেই গেলেন আপন মনে।

পরিস্থিতি যখন হাতের নিয়ন্ত্রণে এলো তখন অহি সাত-পাঁচ না ঘুরিয়ে বেশ অকপটে বলল,
"বড়ো আব্বু, আমি চাই আমার পুরো বিয়ের অনুষ্ঠানটাতে যেন এই লোক উপস্থিত না থাকেন। উনি কোথায় যাবেন চলে যাক। অন্তত এ ক'টা দিন যেন এই বাড়িতে উনাকে না পাওয়া যায়।"

কথা শেষ করেই গটগট পায়ে জায়গাটা থেকে চলে গেলো অহি। তার পেছন পেছন চিত্রা ও চেরিও গেলো। আফজাল সওদাগর নানান ভাবে ছোটো ভাইকে ধিক্কার জানাতে লাগলেন।

*

তমুর সুন্দর ঠোঁট জোড়ায় হাসি লেপ্টে আছে। বদন জুড়ে খেলা করছে অহেতুক সুখ। যে সুখের কারণ নেই নিশ্চয়। নেই হয়তো ঘরবাড়ি। চিত্রার সাথেই বাহার ভাইদের ছাঁদে বসা। বাহার ভাই গিয়েছেন গোসল করতে। তমুকে পড়িয়ে সবে এসেছেন তার পেছন পেছন মেয়েটা চলে আসছে মিনিট দশ যেতেই। এসেই কেবল ক্ষান্ত হয়নি। সুন্দর করে চিত্রাকে তার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে। সে কথা বলবে চিত্রার সাথে। কয়েকদিনে মেয়েটা চিত্রার বেশ ভক্ত হয়ে গিয়েছে কি-না!

বরইয়ের আচারটা মুখে পুরে নিয়ে স্বাদে চোখ মুখ বন্ধ করলো চিত্রা। বেশ প্রশংসা করে তমসাকে বলল,
"আরেহ্ বাহ্! তুমি তো দারুণ আচার বানাতে পারো!"

তমসা তখন বাহার ভাইয়ের ছাঁদের এদিক ওদিকে ঘুরছে চঞ্চল পায়ে। কৌতূহল নিয়ে এটা ওটা দেখছে নেড়েচেড়ে। চিত্রার প্রশংসায় সে চিত্রার দিকে তাকিয়ে বেশ সুন্দর করে হাসলো। গুটি গুটি পায়ে চিত্রার কাছে এগিয়ে এসে উৎফুল্ল স্বরে বলল, "সত্যি!"

"হ্যাঁ, একদম।"

"থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু।" বলেই চিত্রার গলা জড়িয়ে ধরলো মেয়েটা।

চিত্রা মুচকি হেসে খানিকটা ধরল আগলে। এবার তমসা আয়েস করে চিত্রার সামনে বসলো। প্রায় কিছুটা ফিসফিসিয়ে বলল, "তুমি কত প্রশংসা করো আমার কিন্তু স্যার একটুও করে না।"

চিত্রার মুখে নাড়ানো থেমে গেলো। বুকের ভেতর জমাট বা

11 м ·перевести

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

31 м ·перевести

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

39 м ·перевести

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 час ·перевести

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 час ·перевести

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.