Md Jony  
11 میں ·ترجمہ کریں۔

গল্প: "দ্বার"

নামের চিঠি এলো এক সকালে—একটা ছোট সাদা খাম, কোনো প্রেরকের নাম নেই, কেবল লেখা:
"আপনি নির্বাচিত হয়েছেন। ঠিক রাত ১২টায় ঘুমিয়ে পড়ুন।"

রিমি প্রথমে ভেবেছিল ধোঁকাবাজি। কিন্তু ঠিক রাত ১২টায়, যখন সে ঘুমিয়ে পড়ে, তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনাটি।

সে উঠে দেখে, ঘরটা একই আছে—কিন্তু ছবি গুলো বদলে গেছে। দেয়ালে যেখানে তার বাবার ছবি ছিল, সেখানে একজন অপরিচিত মানুষ। বইয়ের র‍্যাকে তার প্রিয় কবিতার বই নেই, বরং আছে অদ্ভুত কিছু যন্ত্রবিদ্যার বই।

ঘর থেকে বের হয়ে দেখে, তার প্রতিবেশী আর পুরনো চেনা মানুষগুলো নেই। রাস্তাঘাট, বাসস্টপ, এমনকি দোকানের নামও অচেনা। কিন্তু আশ্চর্যের বিষয়—সবাই তাকে চেনে, নাম ধরে ডাকে, হাসে, কথা বলে—একজন বিজ্ঞানী হিসেবে।

রিমি বুঝতে পারে—সে এসেছে একটা সমান্তরাল জগতে, যেখানে সে কবি নয়, একজন বিখ্যাত কুয়ান্টাম গবেষক।

প্রথমে তার ভালই লাগে—এই জীবনে সে ধনী, প্রতিষ্ঠিত, সম্মানিত। কিন্তু রাতে বিছানায় শুয়ে তার মন খোঁজে ছোট্ট একটা খাতা, যেখানে সে কবিতা লিখত। খুঁজে পায় না।

দিন যায়। সে বুঝতে পারে, এই পৃথিবীর রিমি বুদ্ধিমান হলেও, কিছু একটা হারিয়েছে—কল্পনার সেই হালকা ডানা। এখানে সব বাস্তব, কঠোর, বিজ্ঞান-সংকুল। কোথাও একটা দারুণ শূন্যতা।

একদিন রাতে, যখন আকাশে অদ্ভুত আলো দেখা দেয়, রিমি দেখে ঘরের কোণে একটি কালো দরজা খুলে গেছে—একদম নীরবে। দরজার গায়ে লেখা:

"ফিরতে চাইলে, সবকিছু হারাতে হবে। থেকে গেলে, নিজের কল্পনাকে বিদায় দিতে হবে।"

রিমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে দরজার সামনে।

তারপর সে...

4 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।