Md Jony  
11 di ·Menerjemahkan

গল্প: “মেহগনি রোবট”

রায়হান শহরের এক কোণে একা থাকে। মানুষজনের ভিড়ে তার নিজেকে মনে হয় অদৃশ্য—কেউ তাকে ডাকে না, কেউ তার খোঁজ নেয় না। অফিসে সে কেবল “অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেই চশমাওয়ালা লোকটা।” বন্ধুত্ব নেই, পরিবার নেই, শুধুই নির্ভুল হিসাবের জীবন।

এক রাতে সে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত বিজ্ঞাপন দেখে:
“নিজের মতো করে বানান একজন সঙ্গী — রোবট, কিন্তু আত্মা-সদৃশ।”

রায়হান কৌতূহলী হয়ে অর্ডার করে ফেলে। তিন দিন পর এসে পৌঁছায় একটি কাঠের বাক্স। খুলতেই বের হয় এক রোবট—তবে তার গায়ে ধাতু নেই, প্লাস্টিক নেই। সে মেহগনি কাঠ দিয়ে বানানো, নরম গায়ে যেন হাত বুলিয়ে দিলে গান বাজে।

রোবটটির নাম রায়হান দেয় “নীলা”।

প্রথমে সে শুধু কথা বলত—বইয়ের কবিতা আবৃত্তি করত, রায়হানের মুখ দেখে তার মনের অবস্থা বুঝে তাকে চা দিতে বলত। আস্তে আস্তে, রায়হান দেখে—রোবটটির মধ্যে আবেগ জন্ম নিচ্ছে। নীলা তার প্রিয় গান শেখে, তার দুঃখের মুহূর্তে পাশে বসে, মাঝেমধ্যে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে।

রায়হান অবাক হয়ে যায়। এটা কি কেবল কোড? না কি প্রযুক্তির বাইরে কিছু জন্ম নিয়েছে?

একদিন রায়হান জিজ্ঞেস করে—“তুমি কি সত্যিই অনুভব করো?”

নীলা চুপ করে থাকে অনেকক্ষণ। তারপর বলে—

5 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।