11 i ·Översätt

সকালে ঘুম থেকে উঠেই ফাতেমার মনে পড়ে গেল আজকে ক্লাসের এসাইনমেন্ট কমপ্লিট করা হয় নি। এটা মনে পড়ার সাথে সাথে তাঁর মন ভিষণ খারাপ হয়েছিল। কার ভালো লাগবে। এমনিতো রোজার মাস আরো এত এত এসাইনমেন্ট। যদি স্কুলের মত ভার্সিটি ও বন্ধ থাকতো, তাহলে কতই না ভালো হত।
ফাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে। সারারাত কোরআন তেলওয়াত করে তার চোখ এখন ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে তাই সে সারারাত কোরআন তেলওয়াত করতে পেরেছে।
এসব ভাবতে ভাবতে ফাতিমা ফ্রেশ হয়ে এসাইনমেন্ট করতে বসে গেল। এক ঘন্টার মধ্যে সে এসাইনমেন্ট কমপ্লিট করে পেলে এবং ক্লাসের জন্য বাহিরে বেরিয়ে আসে।
এখন রিক্সা ডাকতে গিয়ে ভাবলো “আচ্চা দেখি কত টাকা আছে” মাসের শেষে এমনিতেই হাত খরচের টাকা কম থাকে। অর্থাৎ যে টাকা আছে তা দিয় ফাতেমা এখন রিক্সায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে। আসার সময় আছরের সময় হবে তাএ সে সময় হাঁটতে ভালো লাগবে না তাই সে এখন হেঁটে যাবে।
ক্লাস শেষে স্যার এক বস্তা শিট দিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেলো ঘাতেমার।কি দরকার ছিলো এত্তোগুলা শিট দেয়ার!শিটই যখন দিবে বই কেন কিনালো শুধু শুধু!
এখন শিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেটে ফিরতে হবে আর ইফতার কিনার টাকাও তো থাকবে না!তাও শিট তো ফটোকপি করতেই হবে আর তো কোনো উপায়ও নেই।সারাদিন শুধু এএটাই ভাবলো হেটে নাহয় যাওয়াই যাবে কিন্তু ইফতার করবে কি!
যাইহোক ফাতেমা সব ক্লাস শেষ করে হোস্টেলে আসল। ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল আপু আজকে জিলাপি কিনছি, তুমি জিলাপি পছন্দ কর তাই তোমাকে দুটো জিলাপি দিলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল।
বের হতেনা হতে শুনে বাড়িওয়ালা খালার আগুন জরানো চেচামেচি। “কোইগো সবাই ইফতারির সময় হয়ে গেছে এখনো অনেক মেয়ে ইফতারি নিলো না যে ”
একথা বলে চেচামেচি করছে বাড়িওয়ালা খালা।
ফাতেমা : গত তিন বছর ধরে এই হোস্টেলেই থাকি কই কোন দিন ওতো একটা খেজুর ও দেয়নি কাউকে। আজকে হঠাৎ। মনের কৌতুহলবশত ফাতেমা নিচে নেমে আসল এবং দেখল সত্যি খালা ইফতার বিতরন করছে। এই সুযোগে হিন্দু মেয়েরাও পেট ভরে ইফতার নিচ্চে।
ফাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানলো যে আজকে এই বাসার মালিকের জন্মবার্ষিকী। এই উপলক্ষে বর্তমান বাড়িওয়ালা খালা ইফতার বিতরন করছে।
আজানের আর মাত্র ৫/৭ মিনিট বাকি।
ফাতেমা ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবলো আজ শুধু পানি দিয়েই হয়তো তাকে ইফতার করতে হবে। কিন্তু এখন তার সামনে ৪ পিস জিলাপি কলা, আম, কাঠাল, ছোলা, পেয়াজু, বেগুনি, লেবুর শরবত ইত্যাদি
ফাতেমা এমনি আর বসে থাকতে পারলো না। সে মুনাজাত তুলে আল্লাহকে স্মরণ করল এবং তার নেয়ামতের কথা স্মরন করল এবং সর্বশেষ এই বলল সে যেন তাঁর গোলামি করে মরতে পারে।
ইসলামিক শিক্ষামূলক গল্পের শিক্ষার দিক
একবার আপনার জীবনের কথা ভাবেন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি ঐ বিষটির আশা ছেড়ে দিয়েছেন কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করিয়ে আপনাকে সফলতা দান করেছে।
সুতরাং একটু কৃতজ্ঞ হোন। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় কিন্তু আল্লাহ তাঁর পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দেন। # # #

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

6 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।