সকালে ঘুম থেকে উঠেই ফাতেমার মনে পড়ে গেল আজকে ক্লাসের এসাইনমেন্ট কমপ্লিট করা হয় নি। এটা মনে পড়ার সাথে সাথে তাঁর মন ভিষণ খারাপ হয়েছিল। কার ভালো লাগবে। এমনিতো রোজার মাস আরো এত এত এসাইনমেন্ট। যদি স্কুলের মত ভার্সিটি ও বন্ধ থাকতো, তাহলে কতই না ভালো হত।
ফাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে। সারারাত কোরআন তেলওয়াত করে তার চোখ এখন ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে তাই সে সারারাত কোরআন তেলওয়াত করতে পেরেছে।
এসব ভাবতে ভাবতে ফাতিমা ফ্রেশ হয়ে এসাইনমেন্ট করতে বসে গেল। এক ঘন্টার মধ্যে সে এসাইনমেন্ট কমপ্লিট করে পেলে এবং ক্লাসের জন্য বাহিরে বেরিয়ে আসে।
এখন রিক্সা ডাকতে গিয়ে ভাবলো “আচ্চা দেখি কত টাকা আছে” মাসের শেষে এমনিতেই হাত খরচের টাকা কম থাকে। অর্থাৎ যে টাকা আছে তা দিয় ফাতেমা এখন রিক্সায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে। আসার সময় আছরের সময় হবে তাএ সে সময় হাঁটতে ভালো লাগবে না তাই সে এখন হেঁটে যাবে।
ক্লাস শেষে স্যার এক বস্তা শিট দিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেলো ঘাতেমার।কি দরকার ছিলো এত্তোগুলা শিট দেয়ার!শিটই যখন দিবে বই কেন কিনালো শুধু শুধু!
এখন শিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেটে ফিরতে হবে আর ইফতার কিনার টাকাও তো থাকবে না!তাও শিট তো ফটোকপি করতেই হবে আর তো কোনো উপায়ও নেই।সারাদিন শুধু এএটাই ভাবলো হেটে নাহয় যাওয়াই যাবে কিন্তু ইফতার করবে কি!
যাইহোক ফাতেমা সব ক্লাস শেষ করে হোস্টেলে আসল। ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল আপু আজকে জিলাপি কিনছি, তুমি জিলাপি পছন্দ কর তাই তোমাকে দুটো জিলাপি দিলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল।
বের হতেনা হতে শুনে বাড়িওয়ালা খালার আগুন জরানো চেচামেচি। “কোইগো সবাই ইফতারির সময় হয়ে গেছে এখনো অনেক মেয়ে ইফতারি নিলো না যে ”
একথা বলে চেচামেচি করছে বাড়িওয়ালা খালা।
ফাতেমা : গত তিন বছর ধরে এই হোস্টেলেই থাকি কই কোন দিন ওতো একটা খেজুর ও দেয়নি কাউকে। আজকে হঠাৎ। মনের কৌতুহলবশত ফাতেমা নিচে নেমে আসল এবং দেখল সত্যি খালা ইফতার বিতরন করছে। এই সুযোগে হিন্দু মেয়েরাও পেট ভরে ইফতার নিচ্চে।
ফাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানলো যে আজকে এই বাসার মালিকের জন্মবার্ষিকী। এই উপলক্ষে বর্তমান বাড়িওয়ালা খালা ইফতার বিতরন করছে।
আজানের আর মাত্র ৫/৭ মিনিট বাকি।
ফাতেমা ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবলো আজ শুধু পানি দিয়েই হয়তো তাকে ইফতার করতে হবে। কিন্তু এখন তার সামনে ৪ পিস জিলাপি কলা, আম, কাঠাল, ছোলা, পেয়াজু, বেগুনি, লেবুর শরবত ইত্যাদি
ফাতেমা এমনি আর বসে থাকতে পারলো না। সে মুনাজাত তুলে আল্লাহকে স্মরণ করল এবং তার নেয়ামতের কথা স্মরন করল এবং সর্বশেষ এই বলল সে যেন তাঁর গোলামি করে মরতে পারে।
ইসলামিক শিক্ষামূলক গল্পের শিক্ষার দিক
একবার আপনার জীবনের কথা ভাবেন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি ঐ বিষটির আশা ছেড়ে দিয়েছেন কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করিয়ে আপনাকে সফলতা দান করেছে।
সুতরাং একটু কৃতজ্ঞ হোন। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় কিন্তু আল্লাহ তাঁর পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দেন। # # #

9 m ·Traduire

যে য়াওয়ার সে হাজার বাধার পড়ে ও চলে যাবে যেমন কারেন্ট..!! 😈🤣
যে থাকার সে হাজার অপমানের পরেও থাকবে যেমন গরম..!! 🌟😡

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

image

"Yellow love হলো সূর্যের আলোয় ভরা এক উজ্জ্বল অনুভূতি, যা আনন্দ, সুখ আর বন্ধুত্বের প্রতীক। এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

"Nil love হলো আকাশের নীলের মতো গভীর, সমুদ্রের ঢেউয়ের মতো সীমাহীন। এতে আছে প্রশান্তি, বিশ্বাস আর চিরন্তনতার ছোঁয়া। নীল ভালোবাসা মনকে শান্ত করে, দুঃখ দূর করে এবং হৃদয়ে নতুন আশার আলো জ্বালায়। এটি বিশ্বস্ততা, আস্থার প্রতীক এবং অনন্ত প্রেমের রূপক।" (≈300 character)