11 안에 ·번역하다

রিয়াদ ছোট থেকেই মায়ের খুব আদরের ছিল। মা যা বলত, সেটাই সত্যি, সেটাই নিয়ম। তার বাবাও ছিলেন চুপচাপ মানুষ, মায়ের সিদ্ধান্তই ছিল সবার উপরে। সেই ছাঁদেই বড় হয়েছে রিয়াদ। বিয়ের পরও তাই সে ভাবল, মায়ের কথাই চূড়ান্ত—স্ত্রীকে মানিয়ে চলতে হবে।

শুরুটা ভালোই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে, মা বুঝতে পারলেন পুত্রবধূ ঘরের অনেক বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে চায়। রান্না থেকে শুরু করে ঘরের সাজসজ্জা—সব কিছুতেই ছেলের বউয়ের মতামত বাড়ছে। এটা মা সহজভাবে নিতে পারলেন না। তিনি মনে করলেন, পুত্রবধূ ধীরে ধীরে তার জায়গা দখল করে নিচ্ছে।

মা প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করলেন। কখন রান্না হবে, কে কার আগে খাবে, এমনকি রিয়াদ কখন স্ত্রীকে সময় দেবে তাও মা নির্ধারণ করে দিতেন। রিয়াদ, মা-বউয়ের মাঝে দাঁড়িয়ে, নিজের স্বাধীনতা হারাতে লাগল। কিছু বললে মা কষ্ট পেতেন, আর স্ত্রী অভিমানি হয়ে যেত।

ধীরে ধীরে বাসার পরিবেশ হয়ে উঠল বিষাক্ত। স্ত্রীর চোখে হতাশা, মায়ের চোখে সন্দেহ। আর রিয়াদ? মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে ভুলে গেল।

রিয়াদের জীবনে ভালোবাসা ছিল, কিন্তু জায়গা ছিল না। যত ভালোবাসাই থাকুক, যখন সেটার উপর দখলদারি চলে আসে, তখন সম্পর্কটা আর মুক্ত থাকে না।

একদিন রাতে রিয়াদ চুপচাপ ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভাবল—"মা যদি একটু ছাড় দিতেন, হয়তো এই মেয়েটা হাসিমুখে জীবন কাটাতে পারত। আর আমি... আমি হয়তো কারো ছেলেও থাকতে পারতাম, আবার স্বামীও।"

💬 শেষ কথা:
বাংলাদেশে অনেক পরিবারেই মায়েরা অসচেতনভাবেই ছেলের জীবনে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এটা তারা করেন ভালোবাসা থেকে, কিন্তু এই 'ভালোবাসার ছায়া' কখনও কখনও হয়ে ওঠে সম্পর্কের দেয়াল।
ভালোবাসা তখনই টিকে, যখন তার মধ্যে থাকে স্থান, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া।

একজন মায়ের কর্তৃত্বপূর্ণ আচরণ ছেলের দাম্পত্য জীবনে বিষাক্ত পরিবেশ তৈরি করে, এটা অনেক মা ই বুঝতে চায় না।

#viralchallenge #viralpost #lifelessons #বাংলাগল্প #topfans #viralpost2025シ #viralphotochallenge #topfollowers #topfansfollowers #viralstory

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 시간 ·번역하다

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 시간 ·번역하다

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 시간 ·번역하다

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।