কোনো এক রাতে হযরত ওমর রাদিআল্লাহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময়ে হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তাঁর কাছে আগমন করলেন।
কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হযরত ওমর রাদিআল্লাহু তাআ'লা তার মোমবাতি টি নিভিয়ে দিলেন। এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোজ খবর দিতে লাগলেন।
মেহমানদের থেকে কৌতূহলী একব্যক্তি ওমর রাদিআল্লাহু তাআ'লা কে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুয়মিনিন আপনি আমাদেরকে দেখ কেন আগের মোমবাতি টি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন।
খলিফা হজরত ওমর বলল আগের মোমবাতি টি ছিল রাষ্ট্রিয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রিয় কাজ করতেছি।
কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে। আর আমার নিজের জন্য আমি জনগনের কোন সম্পদ ব্যায় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জ্ববাবদেহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ঐ মোমবাতি টি জ্বালালাম।
হযরত ওমরের এই জবাবে তার মেহমানরা অভাক হলেন। কারন তাঁরা এসেছেন আত্মীয়তার সুযোগে কোন সুবিধা লাভ করার জন্য। কিন্তু তাঁর এই জবাবে তাঁরা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি। কারন সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না।
অন্য একসময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল। আর খলিফা ওমর তখন ঐ কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো। তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো।
একথা শুনে লোকটি অভাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত ফোড়া যাবে। এপপর ওমর রাদিআল্লাহু তাআ'লা বললেন তুমি সামান্য এই অগুনকে ভয় পাচ্চ?? অথচ তুমি আমাকে ঐ কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্চ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন। # #

1 h ·Vertalen

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Vertalen

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Vertalen

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Vertalen

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image