11 w ·Traducciones

🥀🦋༆᭄̲̲̲̞̎̎͢༊জিবনের༊᭄༊
❥┼─༊🌹🥀🍁🥀
🥀🦋🦋༆᭄̲̲̲̞̎̎͢༊সবচেয়ে══❥বড়༊᭄সারপ্রাইজ༊᭄হচ্ছে༊᭄মৃত্যু❥┼─༊😅💔🥀🍁
🥀🦋༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥༊᭄হঠাৎ ༊᭄একদিন༊᭄এসে❥┼─༊🤔😢🥀💔🍀🍀🥀
🥀🦋🦋༆᭄̲̲̲̞̎̎͢༊🥀═══❥সবাইকে༊᭄চমকে༊᭄দিবে💔🌹🥀❥┼─༊🥀💔🌹 মরন 💔
,😪😪😪😪😪

9 w ·Traducciones

দুই যুগ

আজিজুর রহমান


এই অনাদি অনন্ত প্রহর বহিয়া চলে
কালের বিবর্তনে কত কাল পিছনে ফেলে
আসিয়াছে মহাকাল এই ধরাতলে।
গাহিয়াছে যারা সাম্যের গান
বিশুদ্ধ মনে তাহাদের করিবো স্মরন ।

কোন দিন যদি না হয় দেখা,
স্মৃতি মাখা বকুল তলে।
কতশত ফুল ঝরিয়াছে গাছের পদতলে,
কেউ কি মালা গাঁধেনী প্রিয়ার স্মরণে।
কত কি কথা না বুজা চোখের ভাষা
খুজিয়া ফিরে না আগের মত করে।

শত সহর্চ্য বেধনার ফুল
তবে কি শুধুই বকুল ?
নিয়ম ভাঙ্গে না সূর্য এখনো সকাল হয়,
দিনের দুঃখ বুজি সূর্য
ঢেকে দিয়ে রাতের বুকে ঘুমায়।

এই তো সেদিন বকুল তলে
কুড়ায়াছি ফুল থরে থরে।
হিসেব করে দেখি দুইযুগ গিয়েছে চলে।
সময় এমনই এক অনুরুদ্ধ দ্বার
কারো জন্য অপেক্ষা করে না আর।

জাতীর শ্রেষ্ঠ'সন্তান
আজিজুর রহমান

স্বাধীনতা তুমি কি ?
মুখ থুবড়ে পরে থাকা বোবা কান্নার নাম ।
স্বাধীনতা তুমি কি ?
চেয়েছি যা পায়নি তা, তোমার কি তাই নাম।
স্বাধীনতা তুমি
অসংখ্য পিতাহীন সন্তানের বদনাম।
স্বাধীনতা তুমি কি ?
বিচার বিহীন বিবেকের অপর নাম ।
স্বাধীনতা তুমি কি জানো ?
ধর্ষিতার সেলিব্রিটি হয় তোমার এই বাংলায়।
স্বাধীনতা তুমি কি ?
আইনের ফাঁক খুঁজে কত ধর্ষক
মুক্তিপায় তোমার বাংলায়।
স্বাধীনতা তুমি কি?
আমাদের না বলা কথার হবে আর্তনাদ !
স্বাধীনতা তুমি কি ?
স্বাধীন ভাবে বেঁচে না থাকা কষ্টের আরেক নাম।
স্বাধীনতা তুমি কি ?
মায়ের কাছে নিরাপদ নয় শিশু তারই উদাহরণ।
স্বাধীনতা তুমি কবে হবে--
জাতীর শ্রেষ্ঠ সন্তান।

9 w ·Traducciones

স্মরনে রেখা

স্মরনে রেখ প্রিয়
মরনের আগে।
জন্ম জন্মান্তর সুখি হও
ভালবাসার রাগে।
আজি এমনো বেলায়
ধরনীর বুকে এনেছিলে
নতুন এক বার্তা।
জানিয়ে দিয়ে ছিলে
এই পৃথিবীর পরে
অধীকার তোমার ও আছে।
অনাধীকাল ধরে
এই নশ্বর পৃথিবীর পর
কেউ চির দিন নাহি রবে।
সমস্ত চেতনা দিয়ে
মহি বিশ্বের দরবারে
রেখে যাবো চির স্বাক্ষর আমার।
যে পথে হাটি
সে পথের ধূলায়
এখনো কাঁদায় স্মৃতির বেলায়

---""বিদায় ২০২৪সাল।

সময় বড় নির্দয়
পিছনে ফিরে দেখার সময় নেই তাঁর !
তবু মন কাঁদে স্মৃতির বাসরে আজ ?

পথ সে ও শূন্য হয় পথিক চলে গেলে।
কিছুই থাকে না আর সব-টুকু ----
---জানা হয়ে গেলে,
স্মৃতির মর্মধ্বনি পিছনে পরে রয় জানি ?
তবু ও মন বলে ?
কি জানি ফেলে এসেছি
----- আমি !
ক্ষমা চাই সবার কর কমলে
অজায়িতো ভুলের কারনে !!!
--------

শীতের সূর্য

হেমন্ত যায় যায়
শীত এল দরজায়।
কেতকী বেলি ফুটিলো আজি
নতুন গাছের বুটায়।
শিউলী ঝরে গেছে
বকুল ফুটে পাতার আড়ালে
শীশ দিয়ে যায় বন কুমাড়ী
কূয়াশা রাঙা পায়।
ময়না দোয়েল কয় না কথা
নেচে বেড়ায় গাছের ডালায়।

কূয়াশার চাদর মোড়ানো সূর্য,
সূ-দীর্ঘ রাত দিতে হল পাড়ি
এই বুজি ভোর হয়,
তারই অপেক্ষা করি
হায়রে শীতের সূর্য
আর কত করবি দেরি।

শরৎ এল তাই

গভীর সমুদ্রে কখনো ঢেউ ভাঙ্গে না
তাই বাতাসে নতুন সুর বেদনা
শিউলী ফুল ঝরে পরার আর্তনাদ
কেউ শূনে না।
শরতের মেঘ ভাঙ্গা রোদের খেলায়
উড়ে চলে সাদা মেঘ ভাসিয়ে ভেলা।
নদীর কুলে সাদা সাদা কাশ ফুল
বাবুই পাখি তারই মাঝে বাঁধে বাসা
নীড়ে উড়ে গাঙ চিল ভর দূপুর বেলা
ক্লান্তিতে খুজে ফিরে নতুন কোন ঠিকানা
জীবন প্রসার জল ভাটিতে বহে
শরৎ এল তাই দীগন্ত ভরা ফসলের মাঠে
ক্লান্তি ঝেড়ে বনহাঁসের দল সামুক খোজে

9 w ·Traducciones

মরন পাখি যেদিন মরন এসে যাবে আর কোনদিন মানুষ জীবিত হতে পারবে না। যতই ডাকাডাকি করুক এই চোখ আর কোনদিন মেলে তাকাবে না।

9 w ·Traducciones

পড়া লেখা


পড়া লেখা এখন আর
ভাল লাগেনা ভাই,
হাতে আছে স্মার্ট ফোন
তাই নিয়ে দিন কাটাই।

পিতা মাতার স্বপ্ন গুলো
উড়িয়ে দিয়ে আকাশে,
আমার মত চলছি আমি
খেলছি ফ্রি ফায়ার,পাবজী যে।

নিজে পায়ে নিজে কুড়াল
মারছি আমি যতনে,
লেখা পড়া সিকায় তুলে
ব্যস্ত যে মোবাইল ফোনে।

ইয়ার ফোন লাগিয়ে কানে
শুনছি আমি ডিসকো গান,
মোবাইল আমার প্রিয় স্বজন
মোবাইল আমার জানের জান।

নাওয়া খাওয়া সব ভুলেছি
এই মোবাইলের কারনে,
কে আমারে কি বলতেছে
কিছুই যে নিচ্ছি না কানে।

মোবাইল মাতা,মোবাইল পিতা
মোবাইল আমার ভাই আর বোন
মোবাইল আমার রঙ্গীন দুনিয়া
মোবাইল আমার সুখ স্বপন।

ছেড়ে দিতে পারি আপন জন
এই মোবাইলে কারনে,
মোবাইল আমার জীবন মরন
জাগরনে ও শয়নে।

মোবাইল নিয়ে কেউ কিছু বললে
লাগাই তার সাথে যে দ্বন্দ্ব,
আমি হলাম মোবাইল প্রেমিক
সদায় তাহার প্রেমেই অন্ধ।

কপাল আমার হইল মন্ধ
যখন আসল পরীক্ষা,
কি লিখব ভাই খাতার মাঝে
আমি করতেছি উত্তর ভীক্ষা।

কোন রকম লিখে লুখে
ফিরে আসলাম বাড়িতে,
লেখা পড়া না করায়
চরলাম গিয়া ফেল নামের গাড়িতে।

না চালাইয়া মোবাইল ফোন📱
যদি ব্যস্ত থাকতাম লেখা পড়াতে,
হয়তো আমি পাশ করিতাম
হইতো না এই দিন আমার দেখিতে।

তাই লেখা পড়া করছো যারা
ও আমার ভাই বোন,
মনযোগে কর লেখা পড়া
আজকে থেকেই বাদ দিয়ে দাও
হাতের স্মার্ট ফোন।📲

সমাপ্ত...🌹

9 w ·Traducciones

গীতিকাব্য
তোমরা হেলা করোনা অবগা করোনা

তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা
তোমারা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা।

আমি ঝড় জলোচ্ছ্বাস রোদ বৃষ্টি সব তরাইতে পারি
আমি দেশ মা মাটি মানুষের তরে নিবেদিত কান্ডারি
আমি ঝড় জলোচ্ছ্বাস রোদ বৃষ্টি সব তরাইতে পারি
আমি দেশ মা মাটি মানুষের তরে নিবেদিত কান্ডারি
আমি বুদ্ধি শক্তি সাহসী বীর সৈনিক একজনা,
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা,
তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা।

আমি উন্নয়ন আর নিরাপত্তায় নিয়োজিত সারাক্ষণ
আমি শত্রু এলে রাখব বাজি জীবন আর মরন
আমি উন্নয়ন আর নিরাপত্তায় নিয়োজিত সারাক্ষণ
আমি শত্রু এলে রাখব বাজি জীবন আর মরন
আমি আত্বকর্মী হওয়ার আশায় সৈনিক একজনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা,
তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা।

আমি অধম নাদান কালাম বলি সব সৈনিকের তরে
বুদ্ধি সাহস শক্তি রেখ নিজ নিজ অন্তরে
আমি অধম নাদান কালাম বলি সব সৈনিকের তরে
বুদ্ধি সাহস শক্তি রেখ নিজ নিজ অন্তরে
তবেই দেশে শান্তি রবে করবে না কেউ হানা,
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা,
তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা।

তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা
তোমারা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা
তোমরা হেলা করোনা অবগা করোনা
আমি মুক্ত স্বাধীন বাংলাদেশের সেবক একজনা
আমি বদলে যাওয়া বাংলাদেশের সেবক একজনা।