11 di ·Menerjemahkan

কালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইমানি দর্শন, যা ঈশ্বরের অস্তিত্ব, গুণাবলী, প্রকৃতি এবং মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটি ইসলামি ধর্মতত্ত্বের একটি শাখা হিসেবে বিবেচিত হয়। ঈশ্বরকে মানুষের মতো উপমা দেওয়ার বিষয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম চিন্তাধারায় বিস্তর মতপার্থক্য দেখা যায়। অনেক চিন্তাবিদ মনে করেন, ঈশ্বর অসীম ও অপার, তাকে মানুষের সঙ্গে তুলনা করা অনুচিত। অপরপক্ষে, কিছু দার্শনিকের মতে, সীমিত অর্থে ঈশ্বরকে মানুষের উপমায় বোঝানো যেতে পারে। পবিত্র গ্রন্থসমূহে ঈশ্বর সম্পর্কে উপমা ও তুলনার উভয় উদাহরণই বিদ্যমান। যেমন, কুরআনে আল্লাহকে “আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা এক ধরনের উপমা।[২৬] আবার, কুরআনেই বলা হয়েছে: “তার সমতুল্য কেউই নয়”, যা এক ধরনের নিষ্পেক্ষতা। তিনটি ইব্রাহিমি ধর্মের ধর্মগ্রন্থ বিশ্লেষণ করলে দেখা যায়, ঈশ্বরকে বোঝাতে তুলনার চেয়ে উপমার ব্যবহার বেশি হয়েছে। অর্থাৎ, ঈশ্বরের গুণাবলীর ক্ষেত্রে নির্দিষ্ট অর্থবাচকতার পরিবর্তে প্রতীকী ও বিমূর্ত প্রকাশই প্রাধান্য পেয়েছে।[২৭] মুসলিম বিশ্বাস অনুযায়ী, আল্লাহ এমন এক সত্তা যাকে মানুষের কল্পনা, যুক্তি, বিজ্ঞান বা দর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয়।[২৮]

6 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।