10 di ·Menerjemahkan

হে রব! আমাকেও একদিন ডাক দিও...

আজ যারা মিনায়, আরাফায়, মুজদালিফায়—তারা তোমার প্রিয় মেহমান।
তারা সেই সৌভাগ্যবান মানুষ, যাদের তুমি ডেকেছো,
তাদের চোখের অশ্রু তুমি দেখে নিচ্ছো, তাদের কণ্ঠের "লাব্বাইক" তুমি শুনছো—আর আমি এখানে বসে কেবলই কান্না চাপি।

হে আল্লাহ, আমি যাইনি,
কিন্তু আমার হৃদয় যেন উড়ে গেছে আরাফার ময়দানে।
আমি সবার ছবি দেখি, ভিডিও দেখি, তাকবীর শুনি,
আর নিঃশব্দে তোমার দরবারে বলি— "হে প্রভু, আমাকেও একদিন ডাক দিও।"

হাজিদের মুখে যে আলো দেখি, তাদের চোখে যে কান্না দেখি, তা দেখে মনে হয়—তারা যেন এই দুনিয়ার মধ্যেই আখিরাত ছুঁয়ে ফেলেছে।
তাদের কণ্ঠে যখন "লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিত হয়, তখন আমার অন্তর থেকেও সেই ধ্বনি বেরিয়ে আসে—কিন্তু তা শুধু কল্পনার, বাস্তবের নয়।

হে আল্লাহ!
যদি আমার পাপই আমাকে বাধা হয়ে দাঁড়ায়,
তবে তুমি ক্ষমা করো। যদি আমার সামর্থ্যই না থাকে, তবে তুমি সহায় হও।
আমার অন্তর জানে, আমার চোখ জানে—আমি তোমার ঘরের দিকে তাকিয়ে কাঁদি, আরাফার দিকে তাকিয়ে তাওবার হাত তুলি।

হে আরাফার মালিক! আজ যারা দাঁড়িয়ে আছে তোমার সামনে—তাদের কবুল করো।
আর যারা এখনও যেতে পারেনি, তাদের ডাকার ব্যবস্থা করে দাও।
আমাকেও সেই কাফেলার একজন করো—যারা একদিন কাঁদবে তোমার সামনে, মিনায়, আরাফায়, কাবার ছায়ায়।

আমিন, ইয়া রাব।

image
4 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।