হে রব! আমাকেও একদিন ডাক দিও...
আজ যারা মিনায়, আরাফায়, মুজদালিফায়—তারা তোমার প্রিয় মেহমান।
তারা সেই সৌভাগ্যবান মানুষ, যাদের তুমি ডেকেছো,
তাদের চোখের অশ্রু তুমি দেখে নিচ্ছো, তাদের কণ্ঠের "লাব্বাইক" তুমি শুনছো—আর আমি এখানে বসে কেবলই কান্না চাপি।
হে আল্লাহ, আমি যাইনি,
কিন্তু আমার হৃদয় যেন উড়ে গেছে আরাফার ময়দানে।
আমি সবার ছবি দেখি, ভিডিও দেখি, তাকবীর শুনি,
আর নিঃশব্দে তোমার দরবারে বলি— "হে প্রভু, আমাকেও একদিন ডাক দিও।"
হাজিদের মুখে যে আলো দেখি, তাদের চোখে যে কান্না দেখি, তা দেখে মনে হয়—তারা যেন এই দুনিয়ার মধ্যেই আখিরাত ছুঁয়ে ফেলেছে।
তাদের কণ্ঠে যখন "লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিত হয়, তখন আমার অন্তর থেকেও সেই ধ্বনি বেরিয়ে আসে—কিন্তু তা শুধু কল্পনার, বাস্তবের নয়।
হে আল্লাহ!
যদি আমার পাপই আমাকে বাধা হয়ে দাঁড়ায়,
তবে তুমি ক্ষমা করো। যদি আমার সামর্থ্যই না থাকে, তবে তুমি সহায় হও।
আমার অন্তর জানে, আমার চোখ জানে—আমি তোমার ঘরের দিকে তাকিয়ে কাঁদি, আরাফার দিকে তাকিয়ে তাওবার হাত তুলি।
হে আরাফার মালিক! আজ যারা দাঁড়িয়ে আছে তোমার সামনে—তাদের কবুল করো।
আর যারা এখনও যেতে পারেনি, তাদের ডাকার ব্যবস্থা করে দাও।
আমাকেও সেই কাফেলার একজন করো—যারা একদিন কাঁদবে তোমার সামনে, মিনায়, আরাফায়, কাবার ছায়ায়।
আমিন, ইয়া রাব।
