10 i ·Översätt

শশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কোথা থেকে পায় জানেন? স্বামীর কাছ থেকেই। কারণ, যখন স্বামী নিজের পরিবারের অন্যায় কথার প্রতিবাদ না করে বরং উল্টো নিজের স্ত্রীকেই কথার জবাব দেয়, তখনই শশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায়।

আমার একটা ঘটনা খুব মনে পড়ে—যেদিন আমার শাশুড়ী প্রথমবার আমাদের বাসায় আসেন, সেদিন তিনি আমার স্বামীর বেডরুমে এসে তাকে বুকে জড়িয়ে শুয়ে ছিলেন। আমি তখন জানালার পাশে বসে ছিলাম। ঠিক সেই মুহূর্তে, আমার স্বামী আমাকে টেনে নিয়ে নিজের বুকে শুইয়ে নিলো। তার মাথা তার মায়ের বুকে, আর আমি ছিলাম তার বুকের ওপর। হয়তো শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এই ছোট্ট আচরণের মাঝেই ছিলো অনেক বড় একটি বার্তা—তিনি বোঝাতে চেয়েছিলেন, মা বাবা যতই থাকুক, স্ত্রীও তার জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। কাউকে পেয়ে তিনি স্ত্রীকে ভুলে যাবেন না।

এই বিষয়টি আমার শাশুড়ীর ভালো লাগেনি, কিন্তু তিনি মুখে হাসি ধরে নর্মাল থাকার অভিনয় করেছিলেন। আসলে তিনি মেনে নিতে পারছিলেন না যে তার ছেলে এখন ভাগ হয়ে গেছে—একটুটা সময়, ভালোবাসা, যত্ন এখন অন্য কারও জন্যও বরাদ্দ।

উনার কাছে ‘বউ’ মানেই হচ্ছে—ঘর পরিষ্কার করা, রান্না করা, জামাকাপড় ধোয়ার দায়িত্ব নেওয়া একজন কাজের মানুষ। কারণ, উনার স্বামী কোনোদিন তাকে গুরুত্ব দেননি, ভালোবাসেননি। তাই হয়তো তিনি মেনে নিতে পারেন না, কোনো পুরুষ তার স্ত্রীকে সম্মান ও ভালোবাসা দিলে।

যাই হোক, আমার শাশুড়ী যতদিন ছিলেন, নানাভাবে আমাকে ছোট করেছেন, বাজে কথা বলেছেন। আমি কখনো জবাব দিইনি। কিন্তু আমার স্বামী প্রতিটি কথারই জবাব দিয়েছেন। আমাদের প্রেমের বিয়ে, তাই শশুরবাড়ির কেউই আমাকে মন থেকে মেনে নিতে পারেনি—তবে মুখে মধুর হাসি ঝরাতেই জানে।

কিন্তু এবার যখন আমার শাশুড়ী দেখলেন যে ছেলে আর ছেলের বউ একসাথে সত্যিই খুশি—তখন সেই ঈর্ষায়, সহ্য করতে না পেরে এমন এমন বিষাক্ত কথা বলে ফেললেন যে, তার নিজের ছেলের মনেই কষ্ট জমে গেলো। ভাবতে পারেন? নিজের মা হয়ে, ছেলের সুখে কিভাবে হিংসা করতে পারেন!

তবুও বাবা-মা, হাজার দোষ হলেও বাবা-মা। একদিন আমার স্বামী বলছিলেন,
“জানো? বাবা-মা যতই খারাপ হোক, তারপরও তারা বাবা-মা। কিছু করার নেই।”

আমি চাই না মা-ছেলের সম্পর্ক নষ্ট হোক, তাই সব সময় চুপ থাকি, কে কী বলছে তাতে কিছু বলি না। তবে একটা কথা বুঝেছি—আমার শাশুড়ী, ভাসুর, শশুর—যারা-ই হোক না কেন, আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যত খারাপ কথাই বলুক, আজ যদি আমার স্বামীর সাপোর্ট না পেতাম, আমার সংসার কখনো টিকে থাকতো না।

আমার স্বামীর একটা কথা—
“মা-বাবা অন্যায় করলে তাদের জবাব দেবো, আর বউ অন্যায় করলে বউকেও জবাব দেবো।”
আমি তার এই চিন্তাধারাকে সম্মান করি।

আর দুঃখের বিষয়—এখনো আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি।

সবাই যদি বিপক্ষে চলে যায়, তবুও একটি মেয়ে সুখী হতে পারে—যদি স্বামীর সাপোর্ট থাকে।

বিঃদ্রঃ- এক বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে লেখা।

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।