১.
পোষা গরুটা ডাকে হেথা,
বুঝে না সে তার হবে ব্যথা।
সারা বছর ছিলো সাথী,
আজ কেন সে অচেনা পথী?
২.
ছেলের চোখে পানি টলমল,
"বাবা, ওকে দিও না বল!"
বাবা চুপ, হৃদয় ভার,
ত্যাগের মাঝে কাঁদে সংসার।
৩.
ঘাস খেতে খেতে চায় যে চোখ,
সে চোখে আজ ভয়ের রোক।
জবাই হবে, জানে না সে,
হৃদয় কাঁদে চুপে চুপে।
৪.
আল্লাহর নামে কুরবানি হয়,
তবুও কেন মনটা কেঁদে রয়?
প্রাণের সাথী ছাড়তে হয়,
ত্যাগের এই পথ বড়ো কঠিন হয়।