এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক বোঝা আনা-নেওয়া ও চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করতো আর গরু দিয়ে হালচাষ করতো। গম ও ধান মাড়াইয়ের কাজেও গরুকে ব্যবহার করা হতো।
একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরলো তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বিড় করে কী যেন বলছিল। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বললো :
গাধা : আরে বাবা, হয়েছে কী? বিড়বিড় করে কি বলছো?
গরু : তোরা গাধার দল আমাদের দুঃখ-কষ্টের কি বুঝবি ? আমাদের দুঃখ-কষ্ট কেউ বুঝেনারে, কেউ বুঝে না।
গাধা : বুঝবো না কেন, অবশ্যই বুঝবো। তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমরাও তেমনি বোঝা টানি। আমাদের মধ্যে তফাৎটা কোথায় দেখলি!
গরু : তফাৎ অবশ্যই আছে। গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাছে ব্যবহার করা হয় না। কিন্তু জমি চাষ করা, ফসল মাড়াই করা, কলুর ঘানি টানা এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। কাজ শেষ হওয়ার পর ব্যথা-বেদনায় সারারাত চোখে ঘুম আসে না। তোদের কি এত কষ্ট করতে হয়?
গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল। গরুকে কষ্ট থেকে রেহাই দেয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। এরপর গরুকে উদ্দেশ্য করে বললো :
গাধা : তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না।
গরু : গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি ? না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে।
গাধা :শোন্ ! মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই। আর এ জন্যইতো আমাদেরকে হালচাষ ও ঘানি টানার কাছে কেউ লাগাতে পারে না। তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর,তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস।
গরু : ঠিকাছে বল দেখি, তোর বুদ্ধিটা কি ?
এরপর গাধা গরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিলো। গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত-পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং হাম্বা হাম্বা রবে ‘উহ্ আহ্’ করতে লাগলো। কৃষক এসে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের এলো এবং অন্য কোন উপায় বের করার জন্য চিন্তা করতে লাগলো।
কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল। ধন্যবাদ পেয়ে গাধাও খুশীতে নেচে উঠলো। কিন্তু গাধার খুশী বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল। গাধার কাঁধে লাঙ্গল-জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেয়ার জন্য একটি গাছের ছায়ায় বসলো। এ সময় গাধা মনে মনে ভাবতে লাগলো :গাধা : গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম! সত্যি সত্যিই আমি একটা গাধা। তা না হলে এমন বোকামী কেউ করে?
এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো। হঠাৎ সে গরুকে দেয়া বুদ্ধিটিই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুয়ায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়লো এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ-বাতাস ভারী করে তুললো। চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো। এরপর তাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করলো। কিন্তু কিছুতেই উঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বললো :
কৃষক : মুর্খ কোথাকার! দেখতেই পাচ্ছিস, গরুটা অসুস্থ হয়ে পড়েছে। এরপরও সব জেনে শুনে তুই কুড়েমি শুরু করেছিস!তোর দুধ কোন কাজে আসে না, গোশতেও কোন ফায়দা নেই। তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? আজ যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলব।
গাধা দেখল অবস্থা বিপজ্জনক। তাই সোজা হয়ে দাঁড়ালো। প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলতে লাগলো- যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে মাঠে যায়।
যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়ীতে ফিরল গাধা। বাড়ী ফিরেই সোজা গিয়ে ঢুকলো গোয়াল ঘরে। গাধাকে দেখেই গরু নড়েচড়ে বসল। এরপর বললো:
গরু: মাঠ থেকে এলি নাকি? এবার নিশ্চয়ই দেখেছিস, কি কঠিন কাজইনা আমাদের করতে হয়!
গাধা : না না, মোটেই কঠিন নয়। আমার তো মনে হয়, খুবই আরামদায়ক এবং সোজা কাজ এটি। কিন্তু অন্য একটি বিষয়ে আমার মনটা ভীষণ খারাপ। তোকে বললে তুইও কষ্ট পাবি।
গরু : হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি? ঠিকাছে খুলেই বল, কষ্ট পাবো না।
গাধা : ব্যাপারটা তেমন কিছু না। আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম, তখন মালিক তার এক বন্ধুকে বলছিল, আমার গরুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে । মনে হয় বাঁচবে না। তাই ঠিক করলাম, কাল যদি ভাল না হয় তাহলে জবাই করে ফেলবো।
এ কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল :
গরু : তুই সত্যি বলছিস তো! যদি তাই হয় তাহলে কাল থেকেই কাজে লেগে পরতে হবে। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভাল। তোর মত গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে। আর কোনদিন আমি তোর কথা শুনবো না।
গাধা: তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না। আমি তোর উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দোষ দিচ্ছিস! গরুর দল বড়ই অকৃতজ্ঞ।
এভাবে কথা কাটাকাটির মধ্যদিয়ে রাত পোহালো। পরদিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই সে লাফিয়ে উঠলো। তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বললো :
কৃষক : তুই আরেকটি লাঙ্গল জোয়াল নিয়ে আয়। গাধাকেও আজ থেকে গরুর পিছু পিছু হাল চাষে কাজে লাগাবি! আর শোন, আরেকটা মোটা লাঠিও নিয়ে আসিস। গাধা আবার ছংবং করতে পারে। # # #
রিক্সাচালকের স্ত্রী এইচএসসিতে গোল্ডেন পেয়েছে,ওনাকে নার্সিং এ পড়াবে শুনে বেশ অবাক হলাম।
আমি হেসে বললাম " কতটাকা লোন তুলবেন? "
জে ১ লাখ টাকা।ঢাহা শহরে পাঠামু।বহুত টেহা লাগবো "
এতো টাকার কিস্তি সামলাতে পারবেন? "
পারমু ছার।মাঝ রাইত অব্দি রিসকা চালামু।এক বেলা খাওয়া কমায় দিমু।সব টেহা বউরে পাঠামু,হের যেন কোনো অভাব না হয় "
আমি লোন পাস করে বললাম " আজহার মিয়া,আরেকবার ভেবে দেখেন।বউকে পাঠাচ্ছেন ঢাকায়,ওখানে যদি....."
আমার কথা থামিয়ে দিয়ে আজহার মিয়া বললেন " না ছার,বউরে ম্যালা বিশ্বাস করি।হেয় আমারে ঠকাবো না।খুব ভালো ঘরের মাইয়া,আমারে বহুত পেয়ার করে "
" হু বুঝলাম।লোন পাস হইছে, পরশু এসে টাকা নিয়ে যাবেন "
আজহার সাহেব হাসি মুখে বেড় হলেন।তাকে দেখে অনেক সুখী মানুষ মনে হচ্ছে।রিক্সাচালক হয়ে বউকে নার্সিং পড়াবে,পরিণতি কি হবে কে জানে!
সেই হাসিটাই ছিলো ওনার মুখের শেষ হাসি।এরপর থেকে ওনাকে আর হাসতে দেখিনি।নীরব হৃদয়ে মুখ ভার করে প্রতি মাসে কিস্তির টাকা নিয়ে আসেন।সেদিন বললাম
আপনার স্ত্রীর পড়াশোনা কেমন চলে? "
তিনি চোখের জল মুছতে মুছতে বললেন " ছার,হেয় আমারে আর চায় না।হাত,পা ধইরাও আটকাইতে পারি নাই "
আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।আজহার মিয়াকে দেখে ভিষণ মন খারাপ হতে লাগলো।বেচারা স্ত্রীকে পড়াবে বলে লোন তুললো,স্ত্রী নেই!অথচ সে এখনো লোন পরিশোধ করছে!
সমাপ্ত # #
জেলা প্রশাসক দাবি করে, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার’ লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নির্দেশনা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয় সে।
এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে একটি শান্তি কমিটির বৈঠক হয়, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এমন এলাকার প্রতিনিধিরা অংশ নেয়। বৈঠক শেষে জানানো হয়, জেলার ১৯টি নির্ধারিত স্থানে সীমিতভাবে পশু কুরবানীর অনুমতি থাকবে। এর বাইরে কুরবানী সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এছাড়া কুরবানীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এসব পোস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইনি জটিলতা তৈরি করতে পারে।
ভারতের উত্তর প্রদেশের সাম্ভল জেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ্যে কুরবানী নিষিদ্ধ ঘোষণা করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। শান্তির নামে মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কঠোর নিয়ন্ত্রণ।
গত ৪ জুন মুসলিম মিররের এক প্রতিবেদনে জানানো হয়, সাম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনসিয়া এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে, ঈদুল আজহার দিনগুলোতে জেলার কোথাও প্রকাশ্য স্থানে কুরবানী দেওয়া যাবে না।
ঈদুল আজহার দিনটি একটি হৃদয়বিদারক ঘটানাকে কেন্দ্র করে প্রতিবছর আমাদের নিকট আসে। কিন্তু কেন তাহলে এই দিনটি ঈদ বা আনন্দের দিন? কারণ প্রিয় পুত্রকে জীবিত ফিরে পাওয়া ছিল ইবরাহিম (আ.) এর জন্য মহা আনন্দের। পৃথিবীর সকল পিতার ক্ষেত্রেই এটা সমান আনন্দের। যদি সেইদিন আল্লাহ ইসমাইল (আ.) কে কোরবানি হিসেবে কবুল করে নিতেন তবে হয়তো প্রত্যেক মুসলমানকেই তাদের পুত্র সন্তানকে কুরবানি করতে হতো, যদি তারা তা পালন করতো। আর তাহলে এই পৃথিবী থেকে মুসলিম জাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ মহা জ্ঞানী, অসীম দয়ালু। তিনি আমাদের ইবরাহিম (আ.) এর মতো কঠিন পরীক্ষার সম্মুখীন করাননি এবং আমাদের আনন্দের সুসংবাদ দিয়েছেন।
আরও যেসকল আমল করতে পারেন সেগুলো হল;
অধিনস্তদের প্রতি সদয় হওয়া,
ওয়াদা ও আমানত রক্ষা করা, হারাম জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া,
সালাতগুলোর পরে আল্লাহর জিকির করা, সুন্দরভাবে অযূ করা, আযান ও ইকামতের মাঝখানে দু‘আ করা,
জুমাবারে সূরাতুল কাহফ পড়া, মসজিদে গমন করা, সুন্নত সালাতগুলো দায়িত্বশীলতার সঙ্গে আদায় করা,
ঈদগাহে গিয়ে ঈদুল আযহার সালাত আদায় করা, হালাল উপার্জন করা,
মুসলিম ভাইদের আনন্দ দেওয়া, দুর্বলদের প্রতি দয়ার্দ্র হওয়া, কৃপণতা পরিহার করা,
ভালো কাজে পথ দেখানো, ছেলে-মেয়েদের সুশিক্ষা দেওয়া, কল্যাণকাজে মানুষকে সহযোগিতা করা ইত্যাদি।
এতে রয়েছে কুরবানীর দিন : কোনো কোনো আলিমের মতে কুরবানীর দিনটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
‘আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো কুরবানীর দিন অতপর স্থিরতার দিন’। (অর্থাৎ কুরবানীর পরবর্তী দিন। কারণ, যেদিন মানুষ কুরবানী ইত্যাদির দায়িত্ব পালন শেষ করে সুস্থির হয়।) [নাসায়ী : ১০৫১২; ইবন খুযাইমা, সহীহ : ২৮৬৬]
ঈদ সম্পর্কে একটি রচনা নিচে দেওয়া হলো:
ঈদ: মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসব
ঈদ মুসলিম উম্মাহর প্রধানতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মিলন, প্রীতি, ও ভালোবাসার এক অনন্য সেতু বন্ধন। বছর ঘুরে ঈদ আসে মুসলিমদের জীবনে অনাবিল আনন্দ আর খুশির বার্তা নিয়ে। ঈদ মূলত দুটি: ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটি ঈদই মুসলিম জীবনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
ঈদুল ফিতর: রমজানের সিয়াম সাধনার পরশ
এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, যা 'রোজার ঈদ' নামেও পরিচিত। রমজান মাস জুড়ে মুসলিমরা কঠোর সংযম ও আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। এরপর শাওয়াল মাসের প্রথম দিনে আসে এই ঈদ। দীর্ঘ এক মাস আত্মশুদ্ধি ও ত্যাগের পর এই ঈদ আনন্দের এক নতুন মাত্রা যোগ করে। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে। নামাজের পূর্বে ফিতরা আদায় করা হয়, যা গরিব ও অভাবীদের মাঝে বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। নতুন পোশাক পরা, সেমাই খাওয়া, এবং আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা এই ঈদের প্রধান অনুষঙ্গ।
ঈদুল আযহা: ত্যাগের মহিমা
ঈদুল আযহা, যা 'কুরবানির ঈদ' নামে পরিচিত, জিলহজ মাসের দশম দিনে উদযাপিত হয়। এটি আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান নিদর্শন। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশ পালনার্থে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই স্মৃতিকে স্মরণ করে মুসলিমরা ঈদুল আযহায় পশু কোরবানি করে। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয় – এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং এক ভাগ গরিব ও অভাবীদের জন্য। এই ঈদ ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের এবং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের এক অনন্য সুযোগ এনে দেয়।
ঈদের সামাজিক গুরুত্ব
ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়, এর একটি বিরাট সামাজিক গুরুত্বও রয়েছে। ঈদ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসে। এই দিনে সবাই নিজেদের মধ্যে থাকা বিভেদ ভুলে একসঙ্গে হাসিমুখে মেলামেশা করে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। শহর থেকে গ্রামে মানুষ ছুটে যায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। এই সময়টায় অনেক বাড়িতেই বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং পারস্পরিক আতিথেয়তা প্রকাশ পায়। ঈদ সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য, এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
ঈদের শিক্ষা ও তাৎপর্য
ঈদ উৎসবের পেছনে গভীর শিক্ষা ও তাৎপর্য নিহিত আছে। ঈদুল ফিতর সংযম ও ধৈর্যের পর আনন্দের বার্তা নিয়ে আসে, যা নির্দেশ করে যে কষ্টের পর সুখ আসে। অন্যদিকে, ঈদুল আযহা আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের গুরুত্ব শিক্ষা দেয়। এই উৎসবগুলো আমাদের শেখায় যে, সত্যিকারের আনন্দ ভোগে নয় বরং ত্যাগে এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত। এটি আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবতাবোধের মূল্যবোধকে আরও উন্নত করে।
উপসংহার
ঈদ শুধু একটি উৎসব নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কীভাবে সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হয়, কীভাবে ভালোবাসার মাধ্যমে সম্পর্কগুলো মজবুত করতে হয় এবং কীভাবে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হয়। ঈদের আনন্দ প্রতিটি মুসলিমের মনে এক নতুন উদ্দীপনা নিয়ে আসে এবং আগামী দিনের জন্য নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। প্রতি বছর ঈদ আসুক শান্তি, সমৃদ্ধি, এবং ভালোবাসার বার্তা নিয়ে – এই কামনাই করি।
ঈদ: মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসব ঈদ মুসলিম উম্মাহর প্রধানতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মিলন, প্রীতি, ও ভালোবাসার এক অনন্য সেতু বন্ধন। বছর ঘুরে ঈদ আসে মুসলিমদের
ঈদ সম্পর্কে একটি রচনা নিচে দেওয়া হলো:
ঈদ: মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসব
ঈদ মুসলিম উম্মাহর প্রধানতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মিলন, প্রীতি, ও ভালোবাসার এক অনন্য সেতু বন্ধন। বছর ঘুরে ঈদ আসে মুসলিমদের জীবনে অনাবিল আনন্দ আর খুশির বার্তা নিয়ে। ঈদ মূলত দুটি: ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটি ঈদই মুসলিম জীবনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
ঈদুল ফিতর: রমজানের সিয়াম সাধনার পরশ
এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, যা 'রোজার ঈদ' নামেও পরিচিত। রমজান মাস জুড়ে মুসলিমরা কঠোর সংযম ও আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। এরপর শাওয়াল মাসের প্রথম দিনে আসে এই ঈদ। দীর্ঘ এক মাস আত্মশুদ্ধি ও ত্যাগের পর এই ঈদ আনন্দের এক নতুন মাত্রা যোগ করে। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে। নামাজের পূর্বে ফিতরা আদায় করা হয়, যা গরিব ও অভাবীদের মাঝে বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। নতুন পোশাক পরা, সেমাই খাওয়া, এবং আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা এই ঈদের প্রধান অনুষঙ্গ।
ঈদুল আযহা: ত্যাগের মহিমা
ঈদুল আযহা, যা 'কুরবানির ঈদ' নামে পরিচিত, জিলহজ মাসের দশম দিনে উদযাপিত হয়। এটি আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান নিদর্শন। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশ পালনার্থে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই স্মৃতিকে স্মরণ করে মুসলিমরা ঈদুল আযহায় পশু কোরবানি করে। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয় – এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং এক ভাগ গরিব ও অভাবীদের জন্য। এই ঈদ ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের এবং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের এক অনন্য সুযোগ এনে দেয়।
ঈদের সামাজিক গুরুত্ব
ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়, এর একটি বিরাট সামাজিক গুরুত্বও রয়েছে। ঈদ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসে। এই দিনে সবাই নিজেদের মধ্যে থাকা বিভেদ ভুলে একসঙ্গে হাসিমুখে মেলামেশা করে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। শহর থেকে গ্রামে মানুষ ছুটে যায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। এই সময়টায় অনেক বাড়িতেই বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং পারস্পরিক আতিথেয়তা প্রকাশ পায়। ঈদ সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য, এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
ঈদের শিক্ষা ও তাৎপর্য
ঈদ উৎসবের পেছনে গভীর শিক্ষা ও তাৎপর্য নিহিত আছে। ঈদুল ফিতর সংযম ও ধৈর্যের পর আনন্দের বার্তা নিয়ে আসে, যা নির্দেশ করে যে কষ্টের পর সুখ আসে। অন্যদিকে, ঈদুল আযহা আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের গুরুত্ব শিক্ষা দেয়। এই উৎসবগুলো আমাদের শেখায় যে, সত্যিকারের আনন্দ ভোগে নয় বরং ত্যাগে এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত। এটি আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবতাবোধের মূল্যবোধকে আরও উন্নত করে।
উপসংহার
ঈদ শুধু একটি উৎসব নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কীভাবে সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হয়, কীভাবে ভালোবাসার মাধ্যমে সম্পর্কগুলো মজবুত করতে হয় এবং কীভাবে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হয়। ঈদের আনন্দ প্রতিটি মুসলিমের মনে এক নতুন উদ্দীপনা নিয়ে আসে এবং আগামী দিনের জন্য নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। প্রতি বছর ঈদ আসুক শান্তি, সমৃদ্ধি, এবং ভালোবাসার বার্তা নিয়ে – এই কামনাই করি।