আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কথা
কও না কেন বউ
আম পাতা জোড়া জোড়া
মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে বুবু সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া খেপেছে
কাবক ছুড়ে মেরেছে
ওহ্ বড্ড লেগেছে।
খোকন খোকন ডাক পারে
খোকন যাবে কার ঘরে
আর এখন ঘরে আয়
দুধ মাখা ভাত খাকে খায়
হাট্টিমাটিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম
Sad Voice
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?